Most Popular Indian Youtubers Net Worth : বর্তমানে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরার জন্য ইউটিউব (Youtube) হল একটি জনপ্রিয় মাধ্যম। রিলায়েন্স জিও বাজারিকরণ হওয়ার পরে ভারত থেকে ইউটিউব এর দর্শকসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বহু ইউটিউবাররাই এখন ইউটিউবকে তাদের প্রধান পেশা হিসাবে বেছে নিয়েছে। বিদেশের সঙ্গে সঙ্গে ভারতেও ইউটিউবার (Youtuber) এর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর আজকাল মানুষ ইউটিউব থেকেই যে পরিমাণ অর্থ আয় করছে তা শুনলে লজ্জা ভাবে বড় বড় কর্মকর্তারাও। এরকমই ৫ ভারতীয় জনপ্রিয় ইউটিউবারের (YouTuber) সম্পত্তির পরিমাণ (Net Worth) তুলে ধরা হল।
১. ক্যারি মিনাতি (Carry Minati) – বর্তমানে ক্যারি মিনাতি সাবস্ক্রাইবারের সংখ্যা ২৭.২ মিলিয়ন। ক্যারি মিনাতি এর আসল নাম অজয় নগর, বয়স ২১। তার সর্বশেষ গান “ইয়ালগার” ভাইরাল হওয়ার পর তিনি ভারতে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব ইউটিউবার-এ পরিণত হয়েছেন। এই গানে তিনি ইউটিউব এবং টিকটকের সমালোচনার সৃষ্টি হয়েছিল তা তুলে ধরেছিলেন। এই গানের ভিডিওটি তে মোট ৬৪ মিলিয়ন ভিউ এসেছিল।
২. ভুবন বাম (Bhuban Bam) – বিবি কি ভাইনস (Bibi Ki Vines) এর বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ১৯.৭ মিলিয়ন। ২৬ বছর বয়সী ভুবন বাম দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা প্রথম ভারতীয় ইউটিউবার। তিনিই প্রথম ইউটিউবার যিনি ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা অতিক্রম করেছিলেন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেওয়ার জন্য দাভোসে আমন্ত্রিত প্রথম ব্যক্তিও ছিলেন। তার সর্বশেষ জনপ্রিয় ভিডিওটিতে তিনি ভারতের দরিদ্র শ্রমিকদের দুর্দশার বিষয়ে তুলে ধরেছিলেন যারা লকডাউন দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল।
৩. প্রাজক্তা কোলি (Prajakta Koli) – সমাজমাধ্যমে প্রভাবী হিসাবে প্রাজক্তা কোলি এক জন অতি পরিচিত মুখ। এই ইউটিউবার পরিচিত ‘মোস্টলিসেন’ (Mostlysane) নামে একটি ইউটিউব চ্যানেলের সুবাদে।২০২৩ সালের হিসাব অনুযায়ী, প্রাজক্তা কোলির আনুমানিক মোট সম্পত্তি ১৬ কোটি টাকা।ইউটিউব থেকে প্রাজক্তার মাসিক আয় প্রায় ৪০ লক্ষ টাকা। অর্থাৎ, সমাজমাধ্যমে প্রভাব বিস্তার করে বছরে ৪ কোটি টাকা উপার্জন করেন তিনি।
৪. কুশা কপিলা (Kusha Kapila) – সমাজমাধ্যমে তিনি বেশি পরিচিত ‘সাউথ দিল্লি গার্ল’ (South Delhi Girl) নামে।সমাজমাধ্যমে তাঁর ‘সাউথ দিল্লি গার্ল’ চরিত্রের জন্য তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। চলতি বছরের হিসাব অনুযায়ী, কুশার আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকা।
আরো পড়ুন : ভাইরাল হতেই ৬ অ্যাসিস্টেন্ট, এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছেন! কঠিন দুর্দশায় বাদাম কাকু
৫. রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia) – মূলত শরীরচর্চা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য ভাগ করে নেওয়ার জন্য রণবীর ‘বিয়ার বাইসেপস’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। তবে বর্তমানে সেই চ্যানেল শুধু শরীরচর্চায় সীমাবদ্ধ নেই। সেই চ্যানেলে এখন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাঁকে।রণবীরের আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ৫৮ কোটি টাকা। মাসিক আয় ৩৫ লক্ষ টাকারও বেশি।
আরো পড়ুন : রানু মন্ডলের বর্তমানে আয় কত? জানেন দিনে কত টাকা রোজগার করেন ভাইরাল গায়িকা?