‘আমাকে বাঁচান’, হাউমাউ করে কেঁদে সাহায্য চাইলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর

‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গায়ক বিখ্যাত ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) নাম আজ কে না জানে? শুধু বাংলা নয়, বলিউডের বহু তারকা তার ‘কাঁচা বাদাম’ গানের ছন্দে কোমর দুলিয়েছেন। এমনকি বিদেশেও ছড়িয়ে পড়ে তার কাঁচা বাদামের সুখ্যাতি। তবে খ্যাতির বিড়ম্বনায় এখন কঠিন পরিস্থিতি মুখে পড়েছেন সেই বাদাম কাকু (Badam Kaku)। আজ তার এমন অবস্থা যে তিনি তার নিজেরই গান গাওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন।

বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের সাধারণ এক বাদাম বিক্রেতা ফেরিওয়ালার বিখ্যাত কাঁচা বাদাম গায়ক হয়ে ওঠার গল্পটা সকলেরই জানা। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছিলেন তিনি। একটি গান ভাইরাল হওয়ার সুবাদে গাড়ি, বাড়ি থেকে শুরু করে আইফোন, সবই পেয়েছিলেন। সেই সঙ্গে বাদাম বিক্রি ছেড়ে শুরু হয়েছিল তার নতুন পেশা, গান।

BADAM KAKU

তবে ভাগ্য বদলাতে খুব বেশি দেরি হয় না। ভাগ্য যেমন বাদাম কাকুকে একলাফে টিনের ছাউনি দেওয়া মাটির ভাঙাচোরা বাড়ি থেকে বের করে এনে রাজপ্রাসাদের মত অট্টালিকাতে তুলে দিয়েছিল, তেমন এখন তার বর্তমান অবস্থা জানলে চোখে জল আসবে আপনারও। এখন রোজদিন চোখের জল ফেলতে হচ্ছে তাকে। চাইছেন সকলের সাহায্য।

‘কাঁচা বাদাম’ গানের পর ভুবন বাদ্যকর আরও বেশ কিছু গানের রেকর্ড করেছিলেন। তবে তিনি এখন তার নিজের বিখ্যাত গানটাই গাইতে পারছেন না। এমনকি তার অন্যান্য যে সকল গানে বাদাম শব্দটা আছে সেগুলিও কপিরাইটের ঝামেলায় পড়েছে। আর এমনটা হয়েছে বীরভূমের একটি সংস্থার সঙ্গে তার চুক্তির কারণে। পরিস্থিতি এখন এমনই যে রোজগার বন্ধ হতে বসেছে বাদাম কাকুর।

BADAM KAKU

বাদাম কাকু জানিয়েছেন গোপাল ঘোষ নামের এক ব্যক্তি ইংরেজিতে লেখা একটি চুক্তিপত্রে তাকে সই করিয়ে নিয়েছেন। তার জন্য তিনি নগদ তিন লক্ষ টাকা পান। এছাড়া গান গেয়ে তার যে রোজগার হবে তাতে নাকি সাত শতাংশ পাবেন তিনি নিজে এবং ৪০ শতাংশ যাবে গোপাল নামের ওই ব্যক্তির ভাঁড়ারে। সোশ্যাল মিডিয়াতে গান পোস্ট করতে গেলেই কপিরাইটের আওতায় চলে আসছে সেই ভিডিও।

BADAM KAKU

এদিকে এই চুক্তির কারণে রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তার উপর আবার আছে চাঁদার জুলুমবাজি। যে কারণে তাকে তার সাধের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয়েছে। এদিকে এই বিষয় নিয়ে হাইকোর্টে মামলাও করেছেন তিনি। তার আইনজীবী বলেছেন পড়াশোনা না জানায় প্রতারণা করে চুক্তিপত্র সই করানো হয়েছে তার মক্কেলকে। এই সমস্যা দূর না হলে ভবিষ্যতে আবার গান নিয়ে এগোনোর তার সম্ভাবনা বিশ বাঁও জলে।