ZEE5 এর সেরা ১০টি ওয়েব সিরিজ! না দেখলেই হবে চরম মিস

অনলাইনে এখন একাধিক ওয়েব প্ল্যাটফর্ম উপলব্ধ রয়েছে। এখন ঘরে বসেই যত খুশি সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখতে পারবেন আপনি। ওয়েব প্ল্যাটফর্মগুলির মধ্যে এখন ZEE5 বেশ জনপ্রিয়। এখানে আপনি বিভিন্ন ভাষার ওয়েব সিরিজ হিন্দিতে দেখতে পাবেন। আজকের এই প্রতিবেদনে রইল ZEE5 এর সেরার সেরা কিছু ওয়েব সিরিজের তালিকা, যেগুলো এখন ট্রেন্ড করছে। ঝটপট জেনে নিন তালিকা আর তারপর একে একে দেখে নিন এই ওয়েব সিরিজগুলো।

ক্রাইম বিট : ২০২৫ সালে মুক্তি পেয়েছে এই থ্রিলার ওয়েব সিরিজ। এখানে আপনি গ্যাংস্টার দলের খপ্পরে পড়ে যাওয়া এক সাংবাদিকের গল্প দেখবেন। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাই তামহানকর, সাবা আজাদ, রাহুল ভাট, রণবীর শোরে এবং আরও অনেকে।

Vitromates

ভিট্রোমেটস : এই টিভি সিরিজ চার বান্ধবী কৃতি, আশা, মাধুরী এবং মায়ার গল্প বলবে। চারজনই বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। একই সঙ্গে প্রতিনিয়ত ইমোশনাল ট্রমা, সামাজিক চাপ, ব্যক্তিগত জীবনের নানা সমস্যার সঙ্গেও লড়তে হয়। এই সিরিজের মুখ্য ভূমিকা অভিনয় করেছেন তৃধা চৌধুরী, অনুমেহা জৈন, পালভি জয়সওয়াল এবং আরও অনেকে।

খোঁজ ‌: পরছাইয়ো কে উসপার : এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে। এই বছরেও ট্রেন্ড করছে সিরিজটি। মুখে ভূমিকায় অভিনয় করেছেন অনুপ্রিয়া গোয়েংকা, আমির ডালভি, শারিব হাশমি এবং আরও অনেকে। বেদ নামের এক যুবক তার হারিয়ে যাওয়ার স্ত্রীকে খুঁজতে গেলে একের পর এক রহস্য তার সামনে আসতে থাকে। থ্রিলারের ভক্ত হলে এই ওয়েব সিরিজ মিস করবেন না।

Maeri

মায়েরি : এটি একটি ক্রাইম ড্রামা সিরিজ যেটা ২০২৪ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল। এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন তানভি মুন্ডলে, অঙ্কিতা লান্ডে, সাগর দেশমুখ, চিন্ময় মন্ডলেকার এবং আরও অনেকে। এই ওয়েব সিরিজে একজন মাকে তার মেয়ের জন্য নৃশংস বদলা নিতে দেখবেন।

অটো শংকর : সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই তামিল ওয়েব সিরিজ আপনি হিন্দিতেই দেখতে পাবেন। ১৯৮৫ থেকে ১৯৯৫ এর মধ্যে শংকর নামের একজন অটো ড্রাইভার সিরিয়াল কিলার হিসেবে আতঙ্ক সৃষ্টি করেছিল মানুষের মনে। সেই ঘটনা অবলম্বনেই এই ওয়েব সিরিজের উৎপত্তি।

Aindham Vedham

আইনধাম ভেদাম : এটি একটি তামিল থ্রিলার ওয়েব সিরিজ। পঞ্চম বেদের রহস্য উদঘাটন এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট। থ্রিলার, পুরাণ এবং সায়েন্স ফিকশনের অপূর্ব মিশেল দেখবেন এই ওয়েব সিরিজে।

মুর্শিদ : এটি গ্যাংস্টারদের নিয়ে একটি হিন্দি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কে কে মেনন, তনুজ ভিরওয়ানি, জাকির হোসেন এবং আরও অনেকে।

আরও পড়ুন : কেউ লাখ তো কেউ কোটি, ওয়েব সিরিজ করে কোন অভিনেত্রী কত টাকা পায়

Pyaar Testing

আরও পড়ুন : ফ্যামিলি ম্যান থেকে পাতাললোক! ২০২৫ শে মুক্তি পাবে এই ৫ ওয়েব সিরিজের সিক্যুয়াল

পেয়ার টেস্টিং : শুধু ক্রাইম থ্রিলার নয়, যদি আপনি রোমান্টিক কিছু দেখতে চান তাহলে দেখতে পারেন পেয়ার টেস্টিং। ধ্রুব এবং অমৃতার বিয়ে ঠিক হলে তারা নিজেদের ভালোভাবে বুঝতে বিয়ের আগে লিভ ইন করতে শুরু করে। এরপর তাদের সঙ্গে কী হয় এবং পরিবার সবকিছু জেনে গেলে কেমন গোলমাল বাঁধে জানতে হলে অবশ্যই দেখুন এই ওয়েব সিরিজ।

আবার প্রলয় : এটি একটি বেশ পুরনো ওয়েব সিরিজ হলেও ওটিটি মাধ্যমে এখনও ট্রেন্ড করছে। শাশ্বত চ্যাটার্জীর এই ওয়েব সিরিজটি এখন জি ফাইভের হিন্দি মাধ্যমেও পাওয়া যাচ্ছে।