একটি সিনেমার জনপ্রিয়তা বিচার হয় তার বক্স অফিসের আয়ের উপর নির্ভর করে। আজ আমরা জানবো টলিউড (Tollywood) -র সেরা পাঁচটি ছবির তালিকা যেগুলি উপার্জনের দিক থেকে এগিয়ে রয়েছে সবার আগে। সেরা পাঁচে যে সিনেমাগুলি উঠে এসেছে সেই সিনেমার মধ্যে শুধুমাত্র রয়েছে একটাই মিল আর সেটি হলো অভিনেতা দেব (Dev)। জিৎ বা প্রসেনজিৎ, এমনকি আবির বা ঋত্বিকও না, এই তালিকায় শুধুমাত্র রয়েছে দেবের সিনেমার নাম (Dev`s Movies Box Office Collection)।
আমাজন অভিযান (Amazon Obhijaan) : সেরা ৫টি উপার্জনকারী সিনেমার মধ্যে প্রথমেই রয়েছে “আমাজন অভিযান”। ২০১৩ সালে মুক্তি প্রাপ্ত চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব হিসেবে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল ২০১৭ সালে। সিনেমাটি আয় করেছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা।
চাঁদের পাহাড় (Chander Pahar) : দ্বিতীয় নম্বরে রয়েছে “চাঁদের পাহাড়”, যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল। গল্পের চরিত্রগুলিকে একেবারে বাস্তবে মাটিতে নিয়ে আসা হয়েছিল এই সিনেমার মাধ্যমে। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ২১ কোটি টাকা।
প্রজাপতি (Projapoti) : তিন নম্বর রয়েছে, দেব এবং মিঠুন অভিনীত সিনেমা “প্রজাপতি”। বাবা এবং ছেলের অসাধারণ সমীকরণ দেখানো হয়েছিল এই সিনেমার মাধ্যমে। সিনেমাটিকে নিয়ে কম জলঘোলা করা হয়নি কারণ সিনেমার দুই তারকা ছিলেন দুই রাজনৈতিক দলের অংশ, যদিও সেই সমস্ত বিতর্ককে পেছনে ফেলে এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ১৪ কোটি টাকা।
পাগলু (Paglu) : চতুর্থ স্থান অর্জন করেছে ২০১১ সালের মুক্তিপ্রাপ্ত “পাগলু” সিনেমাটি। দেব আর কোয়েল অভিনীত এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ১০ কোটি টাকা।
আরও পড়ুন : বাংলার প্রথম ‘মহাভারত’ বানাচ্ছেন দেব, দ্রৌপদী এই জনপ্রিয় নায়িকা! রইল ছবির ফার্স্ট লুক
পরান যায় জ্বলিয়া রে (Paran Jai Jaliya Re) : পঞ্চম স্থানে রয়েছে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত দেব এবং শুভশ্রী অভিনীত “পরান যায় জ্বলিয়া রে” সিনেমাটি। রবি কিনাগী পরিচালিত সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ৯.৫০ কোটি টাকা।
আরও পড়ুন : দেবের স্ত্রী রূপে অপরূপা মিঠাই! সৌমিতৃষার ‘প্রধান’ ছবির লুক দেখলে চোখ সরবে না
প্রসঙ্গত, একসময় দেবের অভিনয় নিয়ে এমনকি দেবের কথা বলার ভঙ্গিমা নিয়েও কটাক্ষ করেছিল জনগণ। তবে মহামারির পর থেকে এই মানুষটির প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা অনেকটাই বেড়ে যায় কারণ করোনার সময় বহু মানুষের পাশে ভগবান রুপে দাঁড়িয়ে ছিলেন দেব। মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধাকে সঙ্গে নিয়ে এমন ভাবেই সামনের দিকে এগিয়ে চলেছেন অভিনেতা।