মার্চ মাসে ওটিটির সেরা রিলিজ সিনেমা ও সিরিজ কোনগুলো? কোনটি কোথায় দেখবেন?

২০২৫ সালের মার্চ মাস প্রায় যেতে বসেছে। গোটা মাস জুড়ে ওটিটিতে মুক্তি পেল একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমা। দেশি-বিদেশি নানা কন্টেন্ট মুক্তি পেলে আমাজন প্রাইম ভিডিও, নেট ফ্লিক্স, জিও হটস্টার এবং অন্যান্য মাধ্যমগুলোতে। লাভ-রোমান্স, কমেডি-ড্রামা থেকে সাসপেন্স-থ্রিলার, সবই রয়েছে এই তালিকায়। এক নজরে দেখে নিন এর মধ্যে কোনগুলো আপনার দেখা হয়েছে আর কোন গুলো এখনো বাকি।

১. দ্য ডিপ্লোমাট : ৭ই মার্চ নেটফিক্সে মুক্তি পেয়েছে এই পলিটিক্যাল থ্রিলার সিনেমা। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম, সাদিয়া, প্রাপ্তি শুক্লা, জগজিৎ সান্ধু।

Nadaaniyan

২. নাদানিয়া : এই সিনেমাটিও মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। খুশি কাপুর এবং ইব্রাহিম আলি খান এই সিনেমা মারফত বলিউডে পা রাখলেন। তবে সিনেমাটি হলে মুক্তি না পেয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ৭ই মার্চ থেকে এই সিনেমাটিকে দেখা যাচ্ছে অনলাইনে।

৩. দোপাহিয়া : অ্যামাজন প্রাইম ভিডিওতে ৭ই মার্চ মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজটি।

The Waking of a Nation

৪. দা ওয়েকিং অফ এ নেশন : ৭ই মার্চ এই ওয়েব সিরিজটাও মুক্তি পেয়েছে। এখন এদিকে সনি লিভ চ্যানেলে দেখা যাচ্ছে।

৫. ইমারজেন্সি : ১৪ই মার্চ মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের সর্বাধিক বিতর্কিত ইমারজেন্সি সিনেমাটি। নেটফ্লিক্সে আপনি এই সিনেমাটি দেখতে পাবেন।

Be Happy

৬. বি হ্যাপি : অভিষেক বচ্চনের এই মিউজিকাল ড্রামা সিনেমাটি আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন। সিনেমাটি মুক্তি পেয়েছে ১৪ই মার্চ।

৭. কানেডা : এই ওয়েব সিরিজটি ২১শে মার্চ থেকে জিও হটস্টারে সম্প্রচার হচ্ছে।

আরও পড়ুন : হরর-থ্রিলার থেকে সাসপেন্স, এই সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ১০ নতুন ওয়েব সিরিজ

Delulu Express

আরও পড়ুন : টিজার দেখেই ভয়ে কাঁটা দর্শকরা, আসছে ‘ছোড়ি ২’! কবে মুক্তি পাবে?

৮. জাকির খান : ডেলুলু এক্সপ্রেস : ২৭ শে মার্চ থেকে জাকির খানের এই স্ট্যান্ড আপ কমেডি শো সম্প্রচার হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

৯. মুফাসা দা লায়ন কিং : ২৬ শে মার্চ থেকে জিও হটস্টারে দেখা যাবে মুফাসা দা লায়ন কিং।

১০. হল্যান্ড : ২৭ এ মার্চ থেকে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ওয়েব সিরিজ।