২০২৪ সালের সেরা আয় করেছে কোন কোন সিনেমা? দেখুন সম্পূর্ণ তালিকা

২০২৪ সালের সেরা আয়ের সিনেমা কোনগুলো? পুষ্পা, কল্কি থেকে দেবারা, স্ত্রী, বিশ্বজুড়ে কোন সিনেমা কত টাকার ব্যবসা করল? দেখুন ২০২৪ সালের ৩০ শে ডিসেম্বর পর্যন্ত হিসেব-নিকেশ। এই তথ্য পাওয়া গিয়েছে আইএমডিবির রিপোর্ট থেকে। আজকের এই প্রতিবেদনের তুলে ধরা হল ২০২৪ এর সেরা আয়কারী দশটি সিনেমার নাম এবং আয়ের হিসেব।

১০. হনুমান (Hanu-Man) : এই তেলেগু সিনেমাটি ২৯৬.৫ কোটি টাকার ব্যবসা করেছে। সিনেমাটি বর্তমানে জিও সিনেমাতে ফ্রিতে দেখতে পাবেন।

Amaran

৯. আমরণ (Amaran) : অ্যাকশন-এডভেঞ্চারধর্মী এই সিনেমার আয় ৩৩০.২ কোটি টাকা। এই সিনেমাটি ভারতীয় সেনাবাহিনীর বীর যোদ্ধা মেজর মুকুন্দের বায়োগ্রাফি। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে এই সিনেমাটি দেখা যেতে পারে।

৮. ফাইটার (Fighter) : দীপিকা পাড়ুকোন, হৃত্বিক রোশন, অনিল কাপুরের ‌এই সিনেমাটি ৩৫৫.৪ কোটি টাকা আয় করেছে। এই সিনেমাটিও আপনি নেটফ্লিক্সে দেখতে পাবেন।

Singham Again

৭. সিংঘম এগেইন (Singham Again) : এই সিনেমার আয় ৩৭৮.৪ কোটি টাকা। অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর অভিনীত এই একশনধর্মী সিনেমাটি বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিওতে সাবস্ক্রিপশন নিয়ে দেখা যাবে।

৬. ভুলভুলাইয়া ৩ (Bhool Bhulaiya 3) : মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান অভিনীত এই সিনেমাটি ৩৯৬.৭ কোটি টাকা আয় করেছে। এখন নেটফ্লিক্সে দেখা যেতে পারে এই সিনেমা টিম।

Devara Part 1

৫. দেভারা পার্ট ওয়ান (Devara Part 1) : অ্যাকশন-থ্রিলারধর্মী এই তেলেগু সিনেমাটি ৪৪৩.৮ কোটি টাকা আয় করেছে। বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিনেমা।

৪. দ্য গ্রেটেস্ট অফ অলটাইম (The Greatest of All Time) : এই দক্ষিণী সিনেমার আয় ৪৬০.৩ কোটি টাকা। দক্ষিণী অভিনেতা বিজয় অভিনীত এই সিনেমাটিও নেটফ্লিক্সে দেখা যাবে।

Stree 2

৩. স্ত্রী ২ (Stree 2) : শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত এই সিনেমার আয় ৮৫৮.৪ কোটি টাকা। অ্যামাজন প্রাইম ভিডিওতে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে পারেন এই সিনেমা।

২. কল্কি ২৮৯৮ এডি (Kalki 2898 AD) : গোটা বিশ্বজুড়ে ১০৫২.৫ কোটি টাকা আয় করেছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, শাশ্বত চ্যাটার্জির এই ভারতীয় সিনেমাটি। এখন দেখতে চাইলে অনলাইনে নেটফ্লিক্সে পেয়ে যাবেন।

PUSHPA THE RULE

১. পুষ্পা দা রুল (Pushpa The Rule) : ২০২৪ সালের ৩০ শে ডিসেম্বর পর্যন্ত প্রথম পার্টের আয়কে টেক্কা দিয়ে ১৭০৯.৬৩ কোটি টাকা উপার্জন করে ফেলেছে পুষ্পার দ্বিতীয় পার্ট। এখনও সিনেমাটি হলে সম্প্রচার চলছে এবং আয়ের অংকটা বাড়ছে।