IMDB এর বিচারে সেরা বলিউডের (Bollywood) এই ৭ টি কমেডি সিনেমা। দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় দর্শকদের। একবার নয় দুবার নয়, বারবার দেখলেও এই সিনেমাগুলো কোনওদিনই পুরনো হওয়ার নয়। এই সিনেমাগুলোর মধ্যে কোন কোনটি আপনি দেখেছেন? কোন গুলো দেখা হয়নি এখনও? দেখে নিন তালিকা।
থ্রি ইডিয়ট (Three Idiot) : ২০০৯ সালের মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানির থ্রি ইডিয়ট বলিউডের অন্যতম সেরা সিনেমাগুলোর মধ্যে একটি। শুধু কমেডি নয় এই সিনেমাটি কমেডির আড়ালে ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে অতি প্রাসঙ্গিক বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছিল। আমির খান, করিনা কাপুর, আর মাধবন, শরমন জোশি অভিনীত এই সিনেমাটি ১০ এর মধ্যে ৮.৪ নম্বর পেয়েছে।
হেরাফেরি (Hera Pheri) : ২০০০ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল অভিনীত হেরাফেরি আজও দর্শকদের পছন্দের তালিকায় প্রথম দিকে রয়েছে। সিনেমার কিছু উদ্দেশ্য, ডায়লগ, বাবু ভাইয়া চরিত্র ইত্যাদি নিয়ে মিম কন্টেন্ট আজও বের হয় সোশ্যাল মিডিয়াতে। আইএমডিবিতে ৮.২ নম্বর পেয়েছে এই সিনেমা।
খোসলা কা ঘোসলা (Khosla Ka Ghosla) : ২০০৬ সালে মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় এই কমেডি সিনেমা। দিবাকর ব্যানার্জীর পরিচালনায় বোমান ইরানি, অনুপম খের, পরভিন দাবস অভিনীত এই সিনেমা আইএমডিবিতে ৮.২ নম্বর পেয়েছে।
মুন্নাভাই এমবিবিএস (Munna Bhai M.B.B.S.) : ২০০৩ সালে রাজকুমার হিরানি এই সিনেমার পরিচালনা করেছিলেন। অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, আরশাদ ওয়ারসিরা। বলিউডের সেরা কমেডি সিনেমার তালিকাতে এই সিনেমাটিও থাকবে। আইএমডিবিতে এর প্রাপ্ত নম্বর ৮.১।
ওএমজি (OMG) : অক্ষয় কুমার, পরেশ রাওয়াল অভিনীত ওহ মাই গড ১ ও ২ দুটোই দর্শকদের থেকে ব্যাপক ভালো প্রতিক্রিয়া পেয়েছে। ওহ মাই গড প্রথম পার্ট মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। আইএমডিবিতে পেয়েছিল ৮.১ নম্বর। ও মাই গড দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২৩ সালে। আইএমডিবিতে এই সিনেমাটি পেয়েছে ৭.৫ নম্বর।
আরও পড়ুন : ছবির নামই শোনেনি কেউ! শাহরুখের এই ৭ সিনেমা আছে বলে কেউ জানেন না
দিল চাহতা হ্যায় (Dil Chahta Hai) : আমির খান, অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, সেইফ আলি খান অভিনয় করেছিলেন ফারহান আক্তারের এই সিনেমাতে। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। আইএমডিবিতে পেয়েছিল ৮.১ নম্বর।
আরও পড়ুন : শাহরুখ থেকে অমিতাভ! নাম বদলে সুপারস্টার হয়েছেন বলিউডের এই ১০ তারকা
আন্দাজ আপনা আপনা (Andaz Apna Apna) : আমির খান, সালমান খান, রবীনা ট্যান্ডন ও কারিশমা কাপুরের এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। আইএমডিবিতে এই সিনেমার প্রাপ্ত নম্বর ৮।