ভুতু থেকে শুরু করে রাখিবন্ধনের ছোট্ট রাখি, আবার রাখিবন্ধনের বন্ধন থেকে শুরু করে পটলকুমার গানওয়ালার পটল, বাংলা সিরিয়ালের সেই জনপ্রিয় শিশুশিল্পীরা এখন কোথায়? আজ তাদের দেখলে চিনতেই পারবেন না আপনি। এই কবছরেই অনেকটা বড় হয়ে গেছে তারা। সেই ছোট অভিনেতা এবং অভিনেত্রীদের এখন কেমন দেখতে হয়েছে চলুন দেখাই আপনাদের।
১. আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee) : বাংলা সিরিয়ালের ছোট্ট ভুতুকে আজ এত বছর পরেও ভুলতে পারেননি দর্শকরা। ২০১৫ সালে জি বাংলা ভুতু সিরিয়ালের সম্প্রচার শুরু হয়। হরর কমেডির এই সিরিয়ালে বাচ্চা ভুতের চরিত্রে অভিনয় করেন ছোট্ট আর্শিয়া। তখন তার বয়স ছিল মাত্র ৫ বছর। এরপর হিন্দিতেও ভুতুর রিমেক সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। তাকে শেষবার ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ সিরিয়ালে ছোট্ট মীরার ভূমিকায় দেখা গিয়েছিল। এখন জিডি বিড়লা স্কুলে পড়াশোনা করছে আর্শিয়া। এখন তাকে দেখলে আপনি চিনতেই পারবেন না। তবে চেহারার মধ্যে কিছু পরিবর্তন এলেও আগের সেই মিষ্টতা এখনও তার চেহারার মধ্যে আছে।
২. স্মৃতি সিংহ (Shriti Singh) : জি বাংলার ‘আলো ছায়া’ সিরিয়ালের ছোট্ট ছায়াকে নিশ্চয়ই ভুলে যাননি আপনি? সেই চরিত্রে অভিনয় করেছিলেন স্মৃতি। অবশ্য তার অভিনয় জীবন শুরু হয় ‘বকুল কথা’ সিরিয়ালের হাত ধরে। এখন অবশ্য অভিনয় করতে দেখা যাচ্ছে না তাকে। কলকাতার একটি স্কুলে পড়াশোনা করছে স্মৃতি। এখন সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
৩. হিয়া দে (Hiya Dey) : পটল কুমার গানওয়ালা সিরিয়ালের ছোট্ট পটলের চরিত্রে অভিনয় করেছিলেন হিয়া। পরে তাকে ‘আলোছায়া’তে আলো এবং ‘ফেলনা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও হিয়া সিনেমাতেও অভিনয় করেন। এখন হিয়া আর্শিয়ার মত জিডি বিড়লা স্কুলে পড়াশোনা করছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় থাকেন।
৪. কৃতিকা চক্রবর্তী (Krittika Chakraborty) : রাখি বন্ধন সিরিয়ালে ছোট্ট রাখির ভূমিকায় অভিনয় করেন কৃতিকা। এখন তার বয়স ১২ বছর। যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে ক্লাস সিক্সে পড়াশোনা করছে কৃতিকা।
৫. সোহম বসু রায়চৌধুরী (Soham Basu Roy Chowdhury) : ‘রাখি বন্ধন‹ সিরিয়ালের বন্ধন ওরফে সোহম বসু রায়চৌধুরী এখনও অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। বাংলা সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন সোহম। সোহমের বয়স এখন ১৬ বছর। এখন সাউথ পয়েন্ট স্কুলে পড়ছেন সোহম।
৬. তানিষ্কা তিওয়ারি (Tanishka Tiwari) : স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবার ছোট মেয়ে কুহুর চরিত্রে অভিনয় করেছিলেন তানিষ্কা। এরপর তাকে ‘ফেলনা’ সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায়। এখন তার বয়স ১৪ বছর। তানিষ্কাও এখন কলকাতার স্কুলে পড়াশোনা করছেন।