শেষের পথে ২০২৪। নতুন বছরে পা রাখার আগে এখন ফেলে যাওয়া বছরের দিকে ঘুরে তাকানোর পালা। এই বছর টেলিভিশনের পর্দা জুড়ে রইল কোন কোন বাংলা সিরিয়াল (Bengali Serial)? টিআরপির ইদুর দৌড়ের প্রতিযোগিতার বাজারে কারা রইলো টিকে? একের পর এক সিরিয়াল বন্ধের ভিড়ে মাথা উঁচু করে সগর্বে চলছে কোন কোন সিরিয়াল? দর্শকদের গুগল সার্চের বিচারে সেরা আসন পেল জি বাংলা এবং স্টার জলসার এই সিরিয়ালগুলো। যদি আপনি সিরিয়াল লাভার হন তাহলে এক নজরে দেখুন সেই তালিকা। দেখুন তো এই তালিকায় আপনার পছন্দের সিরিয়ালটি আছে তো?
১. জগদ্ধাত্রী (Jagaddhatri) : সবার প্রথমেই থাকবে জগদ্ধাত্রী। বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে সবথেকে পুরনো সিরিয়াল এটি। গুগল সার্চের ট্রেন্ডও বলছে বাংলা সিরিয়ালের রাজত্বে জগদ্ধাত্রীই সবার সেরা। আর পাঁচটা সিরিয়ালের মত শাশুড়ি-বৌমার কুটকাচালি নেই এই সিরিয়ালে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর প্রেম ও সেই সঙ্গে গল্পের প্রতি পরতে পরতে যেভাবে নতুন নতুন রহস্য ঘনায়, সেই রহস্যের জট ছাড়ায় জগদ্ধাত্রী, তাতে সিরিয়ালের টিআরপি দিন দিন বাড়ে বই কমে না। এই ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক এবং নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায়।
২. কথা (Katha) : স্টার জলসার কথা সিরিয়ালও দর্শকদের অতি পছন্দের একটি সিরিয়াল। কথা এবং অগ্নিভর দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দর্শকরা বেশ ভালোই উপভোগ করেন। গুগল সার্চের বিচারে কথা রয়েছে দ্বিতীয় স্থানে। আর টিআরপি তালিকাতেও কথার জায়গা থাকে উপরের দিকে। সুস্মিতা দেব এবং সাহেব ভট্টাচার্যের জুটিটাও দর্শকরা খুব পছন্দ করেন।
৩. ফুলকি (Phoolki) : তৃতীয় স্থানে আছে ফুলকি। ফুলকির বক্সার হওয়ার লড়াই এবং তার মাঝে রোহিতের সঙ্গে তার প্রেম এসব নিয়েই গত এক বছরের বেশি সময় ধরে ভালো টিআরপি নিয়ে এগিয়ে চলেছে ফুলকি। এই সিরিয়ালটিও বর্তমানে টিআরপির সেরা ৩ এর মধ্যে থাকে। দিব্যানি মন্ডল এবং অভিষেক বোসের জুটি খুবই পছন্দ করেন দর্শকরা।
৪. নিম ফুলের মধু (Neem Phooler Madhu) : ২০২৪ সালের গুগল সার্চের বিচারে চতুর্থ নম্বরে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু। প্রায় তিন বছর ধরে টিআরপি তালিকাতেও ভালো জায়গা জুড়ে রয়েছে এই সিরিয়াল। পর্ণা এবং সৃজনের গল্প ২০ বছর লিপ নিয়ে বর্তমানে তাদের ছেলেমেয়ের উপর ফোকাস করেছে। মাঝে অবশ্য স্লট বদলালেও এই সিরিয়ালের প্রতি আগ্রহ দর্শকদের বিন্দুমাত্র কমেনি। পল্লবী শর্মা এবং রুবেল দাসের দুটি প্রথম থেকেই দর্শকদের বড় প্রিয়।
আরও পড়ুন : ২০২৫ শে ঝড় তুলতে আসছে এই ১০ বলিউড সিনেমা, যেগুলো না দেখলে হবে চরম মিস
আরও পড়ুন : ২০২৪ সালের সেরা ১০ টি বাংলা সিনেমা, যেগুলো দর্শকদের বিচারে সেরা
৫. আকাশ কুসুম (Akash Kusum) : শুধু স্টার জলসা এবং জি বাংলা নয়, সান বাংলার আকাশ কুসুম সিরিয়ালটিকেও বিগত এক বছরে বেশ পছন্দ করেছেন দর্শকরা। গুগল সার্চের বিচারে সবাইকে পেছনে ফেলে দিয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে এই সিরিয়াল। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সম্রাট মুখার্জী।
৬. মিঠিঝোরা (Mithi Jhora) : জি বাংলার মিঠি ঝোরা সিরিয়ালের প্রতিও বেশ আগ্রহ রয়েছে দর্শকদের। রাই, নিলু এবং স্রোত, এই তিন বোনের গল্প ও লড়াই দর্শকদের উদ্বুদ্ধ করেছে। ২০২৪ সালের ট্রেন্ডিং সিরিয়ালের তালিকায় ৬ নম্বরে রয়েছে এই সিরিয়াল। আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু, সুমন দে, স্বপ্ননীলা চক্রবর্তীরা অভিনয় করছেন এই সিরিয়ালে।