বছরের সেরা আয়ের বাংলা সিনেমা এইগুলো, না দেখলেই চরম মিস

এই বছর বাংলা সিনেমার সর্বোচ্চ আয়কারী সিনেমা কোনগুলো? এই বছরের সেরা এই ৮ বাংলা সিনেমা না দেখলেই হবে চরম মিস। দক্ষিণী এবং বলিউড সিনেমার দাপটের মাঝেও দাপট দেখাচ্ছে বাংলা ছবি। টলিউডের দুই দিনের বাজারেও তুলে নিচ্ছে কোটি কোটি টাকা। না দেখলেই কিন্তু চরম মিস করবেন আপনি। এক নজরে দেখে নিন তালিকা।

৮. বাবলি ‌(Babli) : শুভশ্রী গাঙ্গুলীর এই সিনেমাটি ৭ সপ্তাহে ৩৪ লক্ষ টাকা আয় করেছে। পুজোর মুখে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর এই সিনেমা যেখানে শুভশ্রীর নায়ক ছিলেন আবির চট্টোপাধ্যায়।

Jamalaye Jibonto Bhanu

৭. যমালয়ে জীবন্ত ভানু (Jamalaye Jibonto Bhanu) : ৪ সপ্তাহে এই সিনেমা ৪০ লক্ষ টাকা আয় করে। স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে এই সিনেমাতে অভিনয় করেন শাশ্বত চ্যাটার্জী।

৬. অতি উত্তম (Oti Uttam) : এই সিনেমা ৮ সপ্তাহে ৫০ লক্ষ টাকা আয় করেছিল। মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন গৌরব চ্যাটার্জী, রোশনি ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত এবং অন্যান্যরা।

Nayan Rahasya

৫. নয়ন রহস্য (Nayan Rahasya) : ফেলুদা কাহিনীর ৭ সপ্তাহের আয় ছিল ৫৩ লক্ষ টাকা। ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

৪. এটা আমাদের গল্প (Eta Amader Golpo) :‌‌ ৭ সপ্তাহে সিনেমাটির আয় ৬৮ লক্ষ টাকা। মুখ্য ভূমিকা অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, শাশ্বত চ্যাটার্জী, খরাজ মুখার্জিরা।

আরও পড়ুন : বউ থাকতেও পরকীয়া! এই অভিনেত্রীর জন্য ভাঙছে গৌরব-দেবলীনার সংসার

Ajogyo

৩. অযোগ্য (Ajogyo) : এই সিনেমা ৬ সপ্তাহে আয় করেছে ৯৯ লক্ষ টাকা। প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন মুখ্য চরিত্রে।

২. প্রধান (Pradhan) : সেরা তালিকায় দেবের প্রধান রয়েছে দ্বিতীয় স্থানে। সিনেমার আয় ৬.৫৬ কোটি টাকা।

আরও পড়ুন : পুষ্পা রাজ খতম, দেবও ফেল! ইতিহাস গড়লো এই বাংলা সিনেমা, লিখল নতুন রেকর্ড

Bohurupi

১. বহুরূপী (Bohurupi) : বাংলা সিনেমার বাজারে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে বহুরূপী। মুক্তির ৭০ দিনে ছবির আয় ১৭.২৫ কোটি টাকা। এই ছবি বানানোর জন্য খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা সেন।

এছাড়াও সদ্য মুক্তিপ্রাপ্ত সন্তান এবং খাদানও জুড়ে যাবে এই তালিকায়। বহুরূপীর রেকর্ড ভেঙ্গে দিতে পারে খাদান। তবে কত আয় করলো তা জানা যাবে আগামী বছরে।