২০২৪ সালের সেরা ১০ টি বাংলা সিনেমা, যেগুলো দর্শকদের বিচারে সেরা

২০২৪ সালের সেরা ১০ টি বাংলা সিনেমা, যেগুলো দর্শকদের বিচারে জবরদস্ত। বক্স অফিস থেকে সমালোচকের রেটিং, সবেতেই হিট এই বাংলা সিনেমাগুলো। দক্ষিণ এবং বলিউডের রমরমার বাজারে এখন আর পিছিয়ে নেই বাংলা সিনেমা। ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ শুরু করার আগে এক নজরে দেখে নিন এই বছরের সেরা বাংলা সিনেমা কোনগুলো।

১০. বহুরূপী (Bohurupi) : নন্দিতা ও শিবপ্রসাদের এই সিনেমা কার্যত টলিউডের লম্বা রেসের ঘোড়া। যেখানে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন আবির চ্যাটার্জী, ডাকাতের ভূমিকায় খোদ শিবপ্রসাদ। দুর্গাপুজোতে মুক্তি পাওয়া এই সিনেমাটি এখনো সিনেমা হলে সগর্বে চলছে।

Tekka

৯. টেক্কা (Tekka) : সৃজিত মুখার্জীর পরিচালনায় দেব অভিনীত টানটান থ্রিলারের এই সিনেমাটি দেখলে চোখ সরাতে পারবেন না। স্বস্তিকা মুখার্জী এবং রুক্মিণী মৈত্ররাও আছেন এই সিনেমায়। সকলের অভিনয় এবং গল্পের পাশাপাশি দেবের লুকও বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

৮. মানিকবাবুর মেঘ (Manikbabur Megh) : অ্যাকশন ধামাকার মাঝে সাদায় কালোয় এই সাদামাটা সিনেমাটিও এই বছরের সেরা বাংলা সিনেমার তালিকায় অনায়াসে জায়গা করে নিয়েছে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চন্দন সেন। এছাড়াও রয়েছেন ব্রাত্য বসু, দেবেশ রায়চৌধুরীরা।

Ajogyo

৭. অযোগ্য (Ajogyo) : প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার ৫০ তম সিনেমা ছিল অযোগ্য। এটি একটি রোমান্টিক থ্রিলারের গল্প যার পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ, লিলি চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য, সুদীপ মুখোপাধ্যায়রা।

৬. এটা আমাদের গল্প (Eta Amader Golpo) : অভিনেত্রী মানসী সিনহার পরিচালনায় এটাই প্রথম ছবি। অপরাজিতা‌ আঢ্য এবং শাশ্বত চ্যাটার্জীরা অভিনয় করেছেন মুখ্য ভূমিকায়।

Padatik

৫. পদাতিক (Padatik) : মৃণাল সেনের বায়োপিক পদাতিক। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী। বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে এই সিনেমাতে

৪. খাদান (Khadaan) : বছরের সেরা হিটের তালিকায় খাদানের নাম অবশ্যই থাকবে। মুক্তির পথ থেকেই কার্যত একের পর এক রেকর্ড ভাঙছে খাদান। এক সপ্তাহের মধ্যেই কয়েক কোটি উপার্জন করে এই সিনেমা এখন সুপারহিট।

আরও পড়ুন : ২০২৫ শে ঝড় তুলতে আসছে এই ১০ বলিউড সিনেমা, যেগুলো না দেখলে হবে চরম মিস

Shontaan

৩. সন্তান (Shontaan) : রাজ চক্রবর্তী পরিচালনায় সন্তান মুক্তি পেয়েছিল খাদানের সঙ্গেই। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলীদের এই সিনেমাটিও দর্শকদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে ‌

২. হুব্বা (Hubba) : কোনও কল্পকাহিনী নয়, বাস্তবের হুব্বা মস্তানকে পর্দায় তুলে ধরেছেন ব্রাত্য বসু। হুগলিপাড়ের হুব্বা শ্যামলের গল্পই যেন ধরা পড়েছে সিনেমার পর্দায়। নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোস্তফা করিম।

আরও পড়ুন : পুষ্পা থেকে বাহুবলী কোন বলিউড তারকা কোন দক্ষিণী সিনেমার ডাবিং করেছেন?

Paria

১. পারিয়া (Paria) : পথ কুকুরদের প্রতি সংবেদনশীল হওয়ার বার্তা নিয়ে এই বছর মুক্তি পায় পারিয়া। বিক্রম চ্যাটার্জী অভিনীত সিনেমাতে অ্যাকশন এবং থ্রিলার রয়েছে ভরপুর। অবলা পথ কুকুরদের কথা মাথায় রেখে এমন সিনেমা এর আগে বাংলাতে কখনও তৈরি হয়নি।

২০২৪ সালের এই কয়েকটি সেরা বাংলা সিনেমার মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি পছন্দ হল? কোন কোনটি দেখা এখনও বাকি? লিখে জানান কমেন্ট বক্সে।