ইউটিউবে দেখুন বিনামূল্যে, পাকিস্তানের এই ১০ টি সিরিয়াল গোটা বিশ্বে জনপ্রিয়

Best 10 Pakistani Serials : ভারতীয় সিনেমা (Indian Cinema) যেমন দক্ষিণ এশিয়ায় খুব জনপ্রিয়। ঠিক তেমনি পাকিস্তানের ধারাবাহিকগুলোও দক্ষিণ এশিয়ায় খুব জনপ্রিয়। এই ধারাবাহিকগুলির গল্প থেকে শুরু করে সব কিছুই খুব ভাল। এই প্রতিবেদনে এমনই কিছু জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিকের নাম দেওয়া হল।

হামসাফর (Humsafar) : জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan) ও জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)-কে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল এই ধারাবাহিককে। এক সময় ভারতে এই ধারাবাহিক খুব জনপ্রিয়তা অর্জন করেছিল।

Zindagi Gulzar Hai

জিন্দেগী গুলজার হ্যায় (Zindagi Gulzar Hai) : এই ধারাবাহিকেও নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা ফাওয়াদ খান। আর নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন সানাম সইদ (Sanam Saeed)। পাকিস্তানের সিনেমা ব্যান করে দেওয়ার আগে ভারতীয় একটি চ্যানেলে এই ধারাবাহিকটির সম্প্রচারণ হত।

দাস্তান (Dastaan) : দেশ ভাগের সময়কার একটি প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে। যেখানে একটি মুসলিম ছেলে এবং শিখ মেয়ের ভালবাসার গল্প দেখানো হয়েছে। এই ধারাবাহিকটি পাকিস্তানে খুব জনপ্রিয় হয়েছিল।

Sadqay Tumhare

সাদকি তুমহারে (Sadqay Tumhare) : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল এই ধারাবাহিককে। তবে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা আদনান মালিকে। এই ধারাবাহিকটিও খুব জনপ্রিয় হয়েছিল পাকিস্তানে।

মাত (Maat) : কয়েকজন বোনের জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ‘হিন্দি মিডিয়াম’ (Hindi medium) খ্যাত সাবা কামার (Saba Qamar)। এটি পাকিস্তান খুব জনপ্রিয় হয়েছিল।

Khuda Aur Muhabbat

খুদা অর মহব্বত (Khuda Aur Muhabbat) : পাকিস্তানের টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ইকরা আজিজ (Iqra Aziz)-কে‌ মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল এই ধারাবাহিককে। তার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা ফিরোজ খানকে।

পেয়ার কে সাদাকায় (Pyaar Ke Sadqay) : পাকিস্তানের বিখ্যাত এই ধারাবাহিক নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বিলাল খান‌ এবং এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন ইউমনা জাইদ। এখানে‌ একটি প্রেমের গল্প দেখানো হয়েছে।

Suno Chanda

সুনো চান্দা ২ (Suno Chanda 2) : পাকিস্তানি এই ধারাবাহিকটি একটি পরিবারের গল্প তুলে ধরেছে সকলের সামনে। এখানে নিজের ঠাকুরদার শেষ ইচ্ছা পালন করতে গিয়ে‌‌ তার পছন্দের পাত্রীকে বিয়ে করতে হবে নায়ককে।

মেরে হামসাফর (Mere Humsafar) : জনপ্রিয় ও রূপবতী নায়িকা হানিয়া আমির অভিনীত এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন ফারহান সইদ। পাকিস্তানের এই ধারাবাহিকটি বর্তমান সময় ভারতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন : ভারতের নাগরিকই নন, বলিউডের এই ৫ তারকা জন্মসূত্রে পাকিস্তানি

কুরবান (Qurban) : অভিনেত্রী ইকরা আজিজ ও বিলাল খানকে এই ধারাবাহিককে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল হল এটি। এখন ইউটিউবেই দেখা যাচ্ছে এই ধারাবাহিকটি।

আরও পড়ুন : উড়ে এসে জুড়ে বসেন ভারতে, এই ৫ পাকিস্তানি তারকা বলিউডে কোটি কোটি টাকা লুটেছেন