প্রকাশ্যে এলো ২০২৫ সালের বলিউডের সেরা ১০ সুন্দরীদের তালিকা। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও যারা মুগ্ধ করেছেন গোটা বিশ্বকে। সৌন্দর্যের দিক থেকে একজন অপরজনকে রীতিমত টক্কর দিচ্ছেন। কারা কারা রয়েছেন এই তালিকায়? দেখে নিন এক নজরে। এই তালিকাতে আপনার প্রিয় নায়িকাও কি রয়েছেন? ঝটপট দেখে নিন।
১. দীপিকা পাড়ুকোন : বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোনের নাম না নিলেই নয়। রূপে এবং অভিনয়ে তিনি সেরার সেরা। সেই সঙ্গে বলিউডে তার চাহিদা এমন পারিশ্রমিকের দিক থেকেও তিনি রয়েছেন প্রথম সারিতে। ওম শান্তি ওম থেকে শুরু করে পদ্মাবত, বাজিরাও মাস্তানি, চেন্নাই এক্সপ্রেসের মত অসংখ্য হিট সিনেমা রয়েছে তার ঝুলিতে।
২. ক্যাটরিনা কাইফ : আজব প্রেম কি গজব কাহানি, জিন্দেগী না মিলেগি দোবারা, এক থা টাইগার খ্যাত ক্যাটরিনা ভারতীয় না হয়েও বলিউড সিনেমার অন্যতম সেরা এক নায়িকার মুখ। বলিউডের সেরা সুন্দরী তালিকাতে অবশ্যই থাকবে তার নাম।
৩. আলিয়া ভাট : মহেশ ভাটের কন্যা আলিয়া নিজের অভিনয় প্রতিভার জোরে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন। বর্তমানে তিনি কাপুর বংশের পুত্রবধূ। একটি ২ বছরের সন্তানের মা। আলিয়ার গ্ল্যামারে মুগ্ধ সবাই।
৪. জ্যাকলিন ফার্নান্ডেজ : এই বিদেশী সুন্দরীও বর্তমানে বলিউডের অন্যতম সেরা একজন নায়িকা। শ্রীলঙ্কা থেকে ভারতে এসে বলিউডে দেশ জাঁকিয়ে বসেছেন জ্যাকলিন। বিগত ৮ বছর ধরে অবশ্য জ্যাকলিনের তেমন কোনও হিট সিনেমা আসেনি।
৫. কিয়ারা আদ্ভানি : কিয়ারাও বর্তমানে বলিউডের সেরা সুন্দরীদের মধ্যে একজন। কবীর সিং, শেরশাহের মত সিনেমা তার জনপ্রিয়তা কয়েক গুণে বাড়িয়েছে। শীঘ্রই মা হতে চলেছেন এই অভিনেত্রী।
৬. অনুষ্কা শর্মা : পিকে, সুলতান, এ দিল হে মুশকিল সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন অনুষ্কা। তবে এখন অবশ্য তিনি আর অভিনয় করেন না। দুই সন্তানের মা হয়ে অনুষ্কা এখন পুরোপুরি সংসারে মন দিয়েছেন।
৭. শ্রদ্ধা কাপুর : আশিকি ২, বাগী থেকে স্ত্রী, শ্রদ্ধা কাপুরের নাম এই তালিকাতে না নিলেই অন্যায় হবে। শ্রদ্ধার গ্ল্যামার এবং অভিনয় দুটোই তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন করে তুলেছে। শীঘ্রই নাকি প্রেমিক রাহুলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন : দীপিকা, আলিয়া নন! বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী কে?
৮. তামান্না ভাটিয়া : দক্ষিণের এই সুন্দরী এখন বলিউডেরও ক্রাশ। অভিনয় এবং সৌন্দর্যের জন্য তামান্নার উপর মুগ্ধ গোটা দেশের মানুষ। বলিউড সিনেমার পাশাপাশি বলিউডে তামান্নার আইটেম ডান্স ভীষণভাবে হিট।
৯. হুমা কুরেশি : গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমা খ্যাত এই অভিনেত্রীকেও তার রূপ এবং অভিনয়ের জন্য দর্শকেরা খুব পছন্দ করেন। যদিও বর্তমানে খুব বেশি সিনেমা করতে দেখা যাচ্ছে না হুমাকে।
আরও পড়ুন : ভারতের একমাত্র অভিনেত্রী, যিনি একটা গোটা দ্বীপের মালকিন! কে বলুন তো?
১০. মাধুরী দীক্ষিত : বলতে গেলে এই তালিকায় মাধুরী দীক্ষিত সবথেকে বর্ষিয়ান অভিনেত্রী। তা সত্ত্বেও ৯০ এর দশকের এই অভিনেত্রীর গ্ল্যামার দেখলে অবাক হতে হয়। আজ থেকে তিরিশ বছর আগে মাধুরীকে দেখে যেমন মুগ্ধ হতেন সকলে, আজও মাধুরীর হাসি এবং নাচ দেখলে দর্শকদের চোখ আটকে যায়।