Bengali Serial: বন্ধ সব সিরিয়ালের শুটিং, মাত্র এই কদিনই দেখতে পাবেন নতুন এপিসোড

ফেডারেশন এবং পরিচালক সংগঠনের বিবাদের কারণে কার্যত লাটে উঠেছে স্টুডিও পাড়ার কাজকর্ম। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যে বিবাদ দেখা দিয়েছিল টেকনিশিয়ানদের মধ্যে তা প্রায় এক সপ্তাহ গড়িয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সবকিছু আবার স্বাভাবিক হতে চলেছে ঠিকই কিন্তু বাংলা সিরিয়ালগুলো (Bengali Serial) নিয়ে নতুন দুশ্চিন্তা ঘনাচ্ছে।

টানা দুদিন ধরে বন্ধ ছিল বাংলার সব শুটিং। এর মধ্যে সিনেমার পাশাপাশি সিরিয়ালও আছে। অবশ্য যেহেতু এপিসোড ব্যাঙ্কিং থাকে প্রত্যেকটা সিরিয়ালের তাই আপাতত কিছুদিন নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা। কিন্তু দ্রুত কাজ শুরু না হলে সেই ব্যাঙ্কিং ফুরিয়ে যাবে। তখন কী হবে? রিপিট টেলিকাস্ট দেখতে হবে দর্শকদের? কোন সিরিয়ালের কত দিনের এপিসোড ব্যাঙ্কিং আছে আর?

KATHA

এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে একটি হল কথা। এই সিরিয়ালের মাত্র তিন থেকে চার দিনের এপিসোড ব্যাঙ্কিং রয়েছে। জি বাংলার নিম ফুলের মধুর মাত্র দুটো দিনের নতুন এপিসোড রয়েছে। জি বাংলার মিঠিঝোরার ৫ দিনের ব্যাঙ্কিং আছে। স্টার জলসার তোমাদের রানী এই সপ্তাহেই শেষ হওয়ার কথা। যদি শুটিং তাড়াতাড়ি শুরু না হয় তাহলে তোমাদের রানী শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হওয়ার দিন পিছোতে পারে।

কলাকুশলী, টেকনিশিয়ান এবং পরিচালকরা এই সমস্যার দ্রুত সমাধানের জন্য বারবার বৈঠকে বসেছেন। কিন্তু কোনও সুরাহা করতে পারেননি। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতে হস্তক্ষেপ করতে হয়। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাউকে ব্যান করা যাবে না। প্রয়োজনে তাকে ক্ষতিপূরণ দিতে বলা যেতে পারে। কিন্তু ফেডারেশনের কথামত পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা যাবে না।

আরও পড়ুন : বাবার পরকীয়ায় ভাঙছে সংসার! কী বললেন যীশু কন্যা সারা?

আরও পড়ুন : বাংলা ছবির এই অভিনেত্রী দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের নাতনি

মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার নবান্নে গিয়েছিলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষরা। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই বৈঠকের পর সোশ্যাল মিডিয়াতে দেব একটি ছবি শেয়ার করেন। এরপর দ্রুত সমস্যার সমাধান হয়ে শুটিং আবার শুরু হবে বলে আশাবাদী তিনি।