জি বাংলা, স্টার জলসা হোক কিংবা কালার্স বাংলা, সান বাংলা, প্রত্যেকটি বাংলা সিরিয়ালের চ্যানেল এখন টিআরপির পেছনে ছুটছে। টিআরপি দিয়েই মূলত এখন ধারাবাহিকের জনপ্রিয়তা এবং চাহিদার বিচার হয়। টিআরপি কম থাকলেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল। সান বাংলার (Sun Bangla) ‘সাথী’ (Sathi) সিরিয়ালের ক্ষেত্রেও ঘটলো একই ঘটনা। হাজার পর্ব পেরিয়ে এবার বন্ধের মুখে ‘সাথী’।
বর্তমান যুগে যেখানে একটি সিরিয়ালের এক বছর পেরোনোই বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সেখানে ‘সাথী’ দেখতে দেখতে ৫০০ পর্ব অতিক্রম করে ফেলল। ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনার এই ধারাবাহিকটি আসলে তামিল সিরিয়াল ‘রোজা’র বাংলা রিমেক ছিল। সিরিয়ালটি বর্তমানে বাংলার সবথেকে পুরনো সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম। চলেছে প্রায় তিন বছর।
এই সিরিয়ালের গল্প অবশ্য শুরু হয়েছিল ওম এবং বৃষ্টিকে নিয়ে। কিন্তু কিছুদিন পর আসে টাইম ল্যাপ। নতুন গল্প শুরু হয় ইভান এবং মেঘলাকে নিয়ে। যে দুই চরিত্রে অভিনয় করছিলেন ইন্দ্রজিৎ বোস এবং অনুমিতা দত্ত। ইন্দ্রজিৎ এবং অনুমিতার জুটি দর্শকরা বেশ পছন্দ করছিলেন। পরে অনুমিতার জায়গা নেন অ্যানমেরি টম। তবে মাত্র কয়েক মাস তাদের জুটি দেখলেন দর্শকরা।
যতদূর জানা যাচ্ছে, ‘সাথী’ সিরিয়ালের অন্তিম শুটিং হয়ে গিয়েছে। ‘সাথী’র ভক্তরা স্বাভাবিকভাবেই বেশ অসন্তুষ্ট। জনপ্রিয়তা এবং টিআরপি থাকার কারণেই এতদিন ধরে চলেছে ‘সাথী’। যদিও শেষের দিকে ধারাবাহিকের টিআরপি বেশ কমে এসেছিল। ইন্দ্রজিৎ এবং অ্যানমেরির নতুন জুটির দর্শকরা সেভাবে গ্রহণ করেননি। সেই কারণেই বন্ধ হতে বসেছে এই সিরিয়াল।
আরও পড়ুন : এবছর মহালয়ায় কে কোন চ্যানেলে দুর্গা হবেন? স্টার জলসা ও জি বাংলা দিল বড় আপডেট
আরও পড়ুন : সিরিয়ালে অভিনয় করতে চান? কীভাবে পাবেন সুযোগ? উপায় বলে দিলেন সায়ক
যদিও এখন শুধু টিআরপি নয়, না না অজানা কারণে বহু সিরিয়াল মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। টিআরপি ভালো থাকা সত্ত্বেও হঠাৎ হঠাৎ সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেই জায়গায় আসছে নতুন সিরিয়াল। এই যেমন স্টার জলসার ‘তোমাদের রানী’র টিআরপি বেশ ভালো। তবুও এই সপ্তাহে সিরিয়ালের অন্তিম সম্প্রচার হয়ে যাবে। আগামী সপ্তাহের সোমবার থেকে ওই জায়গাতে নতুন সিরিয়াল ‘তেঁতুল পাতা’ দেখানো হবে।