এই প্রথমবার কোনও রিয়েলিটি শোয়ের মঞ্চে আসছেন মমতা ব্যানার্জী। না জল্পনা নয়। এরই মধ্যে শুটিংও সেরে গিয়েছেন তিনি। গতকাল ডুমুরজলায় দিদি নাম্বার ওয়ানে (Didi Number One) ছিল সেই শুটিং। মমতা ব্যানার্জীর আগমনে কি বাড়লো ‘দিদি নাম্বার ওয়ানে’র টিআরপি (TRP)? নাকি সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) ‘দাদাগিরি’ (Dadagiri) রইল এগিয়ে? দেখুন বাংলা রিয়েলিটি শো গুলোর টিআরপি তালিকা।
বৃহস্পতিবারের টিআরপি রিপোর্ট অনুসারে জি বাংলা আবারও ছক্কা হাঁকালো। এই মুহূর্তে স্টার জলসাতে কোনও রিয়েলিটি শোয়ের সঞ্চালনা হচ্ছে না। তাই বলতে গেলে এখন দাদাগিরি বনাম দিদি নাম্বার ওয়ানের টক্কর চলছে। সৌরভ গাঙ্গুলী নাকি রচনা ব্যানার্জী? এগিয়ে কে টিআরপিতে?
আরও পড়ুন : প্রকাশ্যে এল এই সপ্তাহের TRP লিস্ট! কে হল বেঙ্গল টপার? দেখুন তালিকা
এই সপ্তাহে ৬.২ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে দিদি নাম্বার ওয়ান। রবিবারে স্টার জলসার রাত সাড়ে নটা থেকে ১১ঃ০০ টার মধ্যে বাংলা সিরিয়ালগুলোর গড় নম্বর ছিল ৬। সপ্তাহের বাকি দিনগুলোতে দিদি নাম্বার ওয়ান এর গড় ছিল ৩.১। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির রেটিং ৫.৭। গত সপ্তাহের থেকে দাদাগিরি রেটিং বেশ কমেছে।
এই সপ্তাহে নন ফিকশন শোয়ের টিআরপি রেটিং
দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা রেটিং ৬.২। দাদাগিরি সিজন ১০ এর সাপ্তাহিক রেটিং ৫.৭। ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১.৫। স্টার জলসার ফিকশন শো গুলোর শনিবারের রেটিং ছিল ৫.৩। রবিবার স্টার জলসাতে রেটিং ছিল ৬।
আরও পড়ুন : কেউ দেখছে না! এই ২ সিরিয়াল বন্ধের দাবিতে সোচ্চার দর্শকরা
গত সপ্তাহে টিআরপিতে টপার হয়েছে জগদ্ধাত্রী। ৮.৮ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার দুই সিরিয়াল নিম ফুলের মধু এবং ফুলকি। স্টার জলসাতে টপার হয়েছে গীতা এলএলবি।