অবশেষে প্রকাশ্যে এলো এই সপ্তাহের টিআরপি তালিকা। বৃহস্পতিবার নিয়মমাফিক স্টার জলসা এবং জি বাংলার রেজাল্ট বেরোনোর কথা থাকে প্রত্যেক সপ্তাহে। এবারেও তার অন্যথা হল না। আপনার পছন্দের বাংলা সিরিয়ালগুলো কে কত নম্বর পেল? কে হলো এই সপ্তাহের বেঙ্গল টপার? টিআরপির সেরা দশের তালিকা দেখে নিন এক নজরে।
টিআরপির সেরা দশের তালিকা
গত সপ্তাহে সবাইকে পেছনে ফেলে সেরার সেরা আসন দখল করেছিল জি বাংলার পরিণীতা। উদয় প্রতাপ সিং এবং নবাগতা অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়ের এই সিরিয়ালটিকে নিয়ে প্রথম প্রথম সোশ্যাল মিডিয়াতে অনেক কটাক্ষ হলেও দর্শকরা কিন্তু বেশ পছন্দ করছেন এই সিরিয়াল। গত সপ্তাহের পর এই সপ্তাহেও সেই সাফল্য ধরে রাখল পরিণীতা। এই সপ্তাহে জি বাংলার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৩। শুধু তাই নয়, সেরা তিনের আসনও স্টার জলসার থেকে ছিনিয়েই নিল জি বাংলা।
এই সপ্তাহে পরিণীতার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮। তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। লিপ নেওয়ার পর জগদ্ধাত্রী আরও একবার সেরার সেরা লড়াইতে সামিল হয়ে গিয়েছে। এখন জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাই সিরিয়ালের প্রধান লিড। জগদ্ধাত্রী এই সপ্তাহে পেয়েছে ৭.৫ নম্বর। চতুর্থ স্থান অবশ্য দখল করেছে স্টার জলসার গীতা এলএলবি। গীতার প্রাপ্ত নম্বর ছিল ৭.২।পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭। ষষ্ঠ স্থানে আছে কথা। কথার প্রাপ্ত নম্বর ৬.৯।
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! চিরসখাকে জায়গা দিতে একসঙ্গে স্লট হারালো এই ২ সিরিয়াল
আরও পড়ুন : ‘সস্তার অল্লু অর্জুন!’ ‘পুষ্পা’র নকল করায় নেট মাধ্যমে প্রবল কটাক্ষের মুখে আদৃত রায়
সপ্তম স্থান দখল করেছে রাঙ্গামতি তীরন্দাজ। এই সিরিয়ালটি পেয়েছে ৬.৭ নম্বর। ৬.৫ নম্বর পেয়ে অষ্টম স্থানে আছে স্টার জলসার উড়ান। নবম স্থানে আছে অনুরাগের ছোঁয়া। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১। আর দশম স্থানে আছে শুভ বিবাহ। স্টার জলসার এই সিরিয়ালটি পেয়েছে ৫.৯ নম্বর। এই সপ্তাহেও সেরা দশের তালিকায় ঢুকতে ব্যর্থ হয়েছে জি বাংলার মিত্তির বাড়ি। অন্যদিকে ননফিকশনের মধ্যে সারেগামাপার টিআরপি ছিল এই সপ্তাহে ৫.৪। সানডে ধামাকা পরবে সারেগামাপা পেয়েছিল ৫.৩ নম্বর। শীঘ্রই এই শো শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই এই শো এর সেমিফাইনালে শুটিং হয়ে গিয়েছে।