উলটপালট বাংলা সিরিয়ালের TRP! সবাইকে টপকে বেঙ্গল টপার এই সিরিয়াল

প্রতি সপ্তাহের মতো চলতি সপ্তাহে বৃহস্পতিবার বেরিয়ে গেল বাংলা ধারাবাহিকের টিআরপি (TRP) তালিকা। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও এই তালিকা প্রকাশ নিয়ে রীতিমত উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। কে গেল এগিয়ে? কার নম্বর কমে গেল? কোন সিরিয়ালের দিন ঘনিয়ে এলো, সবটাই জানা যাবে টিআরপি তালিকা (TRP List) থেকে।

বেঙ্গল টপার হল কে?

চলতি সপ্তাহতেও জয়জয়কার হলো ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri)। বেঙ্গল টপার হলো জি বাংলার (Zee Bangla) সিরিয়াল। ‘জগদ্ধাত্রী’র সঙ্গে কড়া টক্কর দিয়েছে কথা, যদিও সেরা ৫-এর জায়গা করে নিতে পারেনি সে। দ্বিতীয় স্থানেও রয়েছে জি বাংলা। ‘ফুলকি’ (Phulki) অর্জন করেছে দ্বিতীয় স্থান।

SANDHYATARA

‘ফুলকি’র চাপে ভীষণ খারাপ অবস্থা ‘সন্ধ্যাতারা’র। কোনও রকমে টিকে রয়েছে সেরা দশে। এদিকে তৃতীয় স্থানে এসেছে ‘গীতা এলএলবি’ যে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল। চতুর্থ স্থানে ফের রয়েছে জি বাংলার নাম। ‘নিম ফুলের মধু’ পেয়েছে চতুর্থ স্থান। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।

টিআরপির তালিকায় সেরা দশের নাম

৮.৫ নম্বর পেয়ে সেরার সেরা হয়েছে ‘জগদ্ধাত্রী’। ৮.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘ফুলকি’। ৮.১ নম্বর পেয়ে তৃতীয় স্থান ছিনিয়ে নিয়েছে স্টার জলসা। ‘গীতা এলএলবি’ পেয়েছে তৃতীয় স্থান। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। ৭.৮ নম্বর পেয়েছে সে।

ANURAGER CHHOWA

৭.৩ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। কোনও রকমের সেরা ৫ এ জায়গা করে নিতে পেরেছে সে। ষষ্ঠ স্থানে রয়েছে ‘কথা’। জগদ্ধাত্রীর সঙ্গে লড়াইয়ে ৭.২ নম্বর পেয়েছে সে। সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘সন্ধ্যা তারা’। জি বাংলা এবং স্টার জলসার এই দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯।

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে ‘ফুলকি’র নায়ক! পাত্রী কে? বিয়ের দিন কবে? সুখবর দিলেন অভিনেতা

অষ্টম স্থানে রয়েছে ‘জল থৈ থৈ ভালোবাসা’। ৬.৭ নম্বর পেয়েছে অপরাজিতার এই সিরিয়াল। ৬.৬ নম্বর পেয়ে ‘তোমাদের রানী’ এসেছে নবম স্থানে। দশম স্থানে রয়েছে দুটি সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘লাভ বিয়ে আজকাল’। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৫।

ICCHE PUTUL

আরও পড়ুন : শিমুলের ন্যাকামির শেষ নেই! ‘কার কাছে কই মনের কথা’র নতুন প্রোমো দেখে বিরক্ত দর্শকরা

প্রসঙ্গত, স্লট হারিয়ে এখন বন্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে ‘ইচ্ছে পুতুল’। জানা গেছে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। অন্যদিকে খারাপ টিআরপির জন্য ইন্দ্রানী ভট্টাচার্যের জায়গায় বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়কে আনা হয়েছে ‘চিনি’ ধারাবাহিকে। চলতি সপ্তাহে ৩.২ নম্বর পেয়েছে সে। আগামী দিনে এই নম্বর বাড়ে কিনা সেটাই এখন দেখার।