এক সপ্তাহের অপেক্ষার অবসান হয়ে ফের চলতি সপ্তাহের টিআরপি (TRP) রেটিং তালিকা প্রকাশিত হয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই জি বাংলাতে (Zee Bangla) সেরা হচ্ছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী শুধু জি বাংলার টপার নয়, সারা বাংলার টপার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে। এই সপ্তাহেও জগদ্ধাত্রীর পাল্লাই ছিল ভারী। সেই সঙ্গে খেল দেখিয়েছে খেলনা বাড়িও। চলতি সপ্তাহে সেরা ১০ এর তালিকাতে জায়গা পেল কোন কোন সিরিয়াল?
এই সপ্তাহে জগদ্ধাত্রী ৮.৮ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে। খেলনা বাড়ি ৮.২ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অনুরাগের ছোঁয়া তৃতীয় স্থানে জায়গা পেয়েছে। ৭.৬ নম্বর নিয়ে স্টার জলসার এই ধারাবাহিক হয়েছে চ্যানেল টপার। চতুর্থ ও পঞ্চম স্থান আবার জি বাংলার দখলে গিয়েছে। চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু।
নিম ফুলের মধু ধারাবাহিকটি প্রথম সপ্তাহ থেকেই সেরা দশের তালিকাতে জায়গা করে নিয়েছে। ৭.৩ নম্বর পেয়ে স্লট লিডার হয়েছে জি বাংলার এই সিরিয়ালটি। ৭.২ নম্বর নিয়ে ধূলোকণা ষষ্ঠ স্থানে রয়েছে। আর মাত্র ৫ দিন পরেই ধূলোকণা ধারাবাহিকটি শেষ হয়ে যাবে। অর্থাৎ শেষের আগে সপ্তাহতেও ধুলোকণা সেরা দশের আসনেই ছিলেন। সপ্তম স্থানে রয়েছে আলতা ফড়িং।
আলতা ফড়িং ৭.১ নম্বর নিয়ে সপ্তম স্থান পেয়েছে। গাঁটছড়া এবং মিঠাই যৌথভাবে অষ্টম স্থানে রয়েছে। ৭ নম্বর পেয়েছে এই দুটি সিরিয়াল। স্লট বদলের পর মিঠাই টিআরপিতে ভালই ফলাফল করছে। বিশেষত স্লট লিডার হতে পারছে জি বাংলার এক সময়ের চ্যানেল টপার এই সিরিয়ালটি। অন্যদিকে গাঁটছড়া সিরিয়ালটি ক্রমশ খারাপ ফলাফল করছে। এই সিরিয়ালের টিআরপি অনেকটাই নিচে নেমে গিয়েছে।
মাধবীলতা শেষ সপ্তাহ ৬.৬ নম্বর পেয়ে সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে। এই সিরিয়ালটি মাত্র তিন মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হল। বর্তমানে এই সিরিয়ালের জায়গায় সম্প্রচারিত হচ্ছে পঞ্চমী। অন্যদিকে মাধবীলতা আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শেষ সপ্তাহেও মাধবীলতা স্লট লিডার হয়ে সেরা দশের তালিকাতে নবম স্থানে রয়েছে।
দশম স্থানে রয়েছে সাহেবের চিঠি। স্টার জলসার সিরিয়ালটি ৬.৪ নম্বর নিয়ে এই সিরিয়ালটি দশম স্থানে রয়েছে। এই ডিসেম্বর মাসেই আরও একাধিক নতুন সিরিয়াল শুরু হওয়ার কথা। সুস্মিতা-রাজদীপের পঞ্চমী শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শ্রুতি দাসের রাঙা বউ, স্বস্তিকা দত্তের তোমার খোলা হাওয়া এবং নিয়তি আসার বাংলা মিডিয়াম আসছে খুব শীঘ্রই।