নিয়ম করে বৃহস্পতিবার প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। ফুলকি, কথা, গীতা নাকি পর্ণা, বেঙ্গল টপারের আসন ছিনিয়ে নিল কে? কারা রইল সেরা দশের তালিকায়? জি বাংলা (Zee Bangla) নাকি স্টার জলসা (Star Jalsha), কার পাল্লা ভারী? জেনে নিন এই সপ্তাহের টিআরপি ফলাফল।
এই সপ্তাহেও সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থানে রয়েছে ফুলকি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.২। দ্বিতীয় স্থানে রয়েছে কথা এবং গীতা। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭। সদ্য জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালের স্লট বদল হয়েছে। খুব শীঘ্রই ৮ টার স্লট ছেড়ে দিতে হবে সৃজন-পর্ণাকে।
চতুর্থ স্থানে আছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৫। ধারাবাহিকের গল্প এখন টানটান উত্তেজনাময় পর্বের মধ্যে দিয়ে এগোচ্ছে। গল্পে দেখানো হয়েছে জগদ্ধাত্রীর মৃত্যু হয়েছে। মেয়ের জন্মের মধ্যে দিয়েই জগদ্ধাত্রী ৮০০ পর্ব পার করে ফেলল। এই সিরিয়ালের স্লট বদল নিয়ে মাঝখানে জল্পনা চলছিল। তবে বেঁকে বসেছিলেন প্রযোজক। স্লট বদলের জল্পনার মাঝে ভালো টিআরপি পেয়ে জগদ্ধাত্রী প্রমাণ করে দিল এখনও তার জনপ্রিয়তা কিছুই কমেনি।
পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। ষষ্ঠ স্থানে আছে উড়ান। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। সপ্তম স্থানে আছে শুভ বিবাহ। স্টার জলসার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। ৫.৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে আছে রোশনাই। রাঙ্গামতি তীরন্দাজ এবং অনুরাগের ছোঁয়া ৫.৫ নম্বর পেয়ে নবম স্থানে আছে। দশম স্থানে আছে তেঁতুলপাতা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪।
আরও পড়ুন : তলানিতে TRP! ৩ মাসেই বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় এই সিরিয়াল
আরও পড়ুন : শুরুর আগেই বন্ধ শুটিং! টাকার অভাবে বন্ধ হল নতুন সিরিয়ালের শুটিংয়ের কাজ
বর্তমানে জি বাংলাতে মিঠিঝোরা এবং মালাবদল সিরিয়াল দুটির ৪৫ মিনিট করে সম্প্রচার হচ্ছে। কিন্তু এই দুটি সিরিয়াল স্টার জলসার কাছে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। টিআরপি তালিকায় প্রথম ১০ এ জায়গা পায়নি এই দুই সিরিয়াল। আগামী সপ্তাহ থেকে জি বাংলাতে নিম ফুলের মধুর জায়গায় আসবে পরিণীতা। আগামী সপ্তাহ থেকেই আদৃত ও পারিজাতের নতুন সিরিয়াল মিত্তির বাড়ির শুটিং শুরু হবে। আবার স্টার জলসাতে আসছে উষসী রায়ের নতুন সিরিয়াল। এই সিরিয়ালে তার বিপরীতে থাকবেন সুস্মিত মুখার্জী। আসন্ন এই ধারাবাহিকের বেশ কিছু ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কাজেই আগামীদিনেও যে টিআরপি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলবে তা বলাই বাহুল্য।