এই সপ্তাহের বেঙ্গল টপার কে? দেখুন টিআরপির সেরা দশের তালিকা

এই সপ্তাহে টিআরপিতে (TRP) বাংলা সিরিয়ালগুলো (Bengali Serial) কে কেমন ফলাফল করলো? কে হল বেঙ্গল টপার? নম্বরসহ জেনে নিন প্রতিটা সিরিয়ালের টিআরপি ফলাফল। জি বাংলা এবং স্টার জলসার মধ্যে এই সপ্তাহেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। বছরের শুরুতেই কারা দখল করে নিল সেরা দশের আসন? দেখে নিন টিআরপি নম্বর এবং অবস্থান অনুসারে।

১০. মিত্তির বাড়ি (Mittir Bari) : ৫.৭ নম্বর পেয়ে দশম স্থানে আছে এই সিরিয়াল। ধ্রুব এবং জোনাকির বিয়ের সপ্তাহে কোন রকমে সেরা দশের মধ্যে জায়গা করল জি বাংলার এই সিরিয়াল। কিন্তু শুভ বিবাহের বিপরীতে স্লট দখল করতে পারল না।

ANONDI

৯. আনন্দী (Anondi) : ৫.৯ নম্বর পেয়ে নবম স্থানে আছে আনন্দী। আনন্দীও স্লট দখল করতে ব্যর্থ। গীতা এলএলবির কাছে এই সপ্তাহেও মাত খেল আনন্দী।

৮. শুভ বিবাহ (Shubho Bibaho) : ৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে আছে শুভ বিবাহ। মিত্তির বাড়ির বিপরীতে শুভ বিবাহ এই সপ্তাহেও স্লট দখল করে নিল।

Tentulpata

৭. তেঁতুল পাতা (Tentulpata) : ৬.৪ নম্বর পেয়ে স্টার জলসার এই সিরিয়াল রয়েছে সপ্তম স্থানে। স্টার জলসার এই সিরিয়াল এই সপ্তাহেও স্লট লিডার।

৬. কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche) : ৬.৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে আছে এই সিরিয়ালটি। একইসঙ্গে রোশনাইকে মাত দিয়ে স্লট দখল করে নিয়েছে অনিকেত-শ্যামলীরা।

আরও পড়ুন : শুরুর আগেই বদলে গেল নায়ক! দিতিপ্রিয়ার নতুন সিরিয়ালের নায়ক কে?

Rangamati Tirandaz

৫. গৃহপ্রবেশ এবং রাঙ্গামতি তীরন্দাজ (Rangamati Tirandaj And Grihoprobesh) : স্টার জলসার এই দুটি সিরিয়াল ৬.৯ নম্বর পেয়ে পঞ্চম স্থানে আছে।

৪. জগদ্ধাত্রী (Jagaddhatri) : ৭.৬ নম্বর পেয়ে চতুর্থ স্থানে আছে জগদ্ধাত্রী। সদ্য এই সিরিয়ালে নতুন টুইস্ট এসেছে। লিপ নিয়েছে জগদ্ধাত্রী।

Parineeta

৩. কথা এবং পরিণীতা (Kotha And Parineeta) : এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৮। যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছে স্টার জলসা এবং জি বাংলার এই দুই সিরিয়াল।

২. ফুলকি (Phulki) : ৮.১ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে আছে ফুলকি। এই সপ্তাহে গীতাকে মাত দিতে পারেনি ফুলকি।

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! অনেক দিন পর ফের ছোটপর্দায় ফিরছেন এই জনপ্রিয় অভিনেতা

GEETA LLB

১. গীতা এলএলবি (Geeta LLB) : ৮.২ নম্বর পেয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার গীতা। বছরের শুরুতেই ঝোড়ো ব্যাটিং দিয়ে ইনিংসের শুরুটা করল গীতা।