প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি তালিকা। অবশ্য একদিন দেরি করেই প্রকাশিত হলো বাংলা সিরিয়ালগুলোর ফলাফল। বৃহস্পতিবারের বদলে রেজাল্ট বেরোতে বেরোতে গড়িয়ে গেল শুক্রবারের দুপুর। তবে সে যাই হোক। বর্তমানে বাংলা সিরিয়ালগুলোর গল্পে যতটা না টুইস্ট থাকে, প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকাতে তার থেকে বেশি টুইস্ট থাকে। এক নজরে দেখে নিন কোন সিরিয়াল কত নম্বর পেল।
এই সপ্তাহে বেঙ্গল টপার কে হল?
সবাইকে টপকে এই সপ্তাহে বেঙ্গল টপার হল জি বাংলার পরিণীতা। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৭। দ্বিতীয় স্থানে রয়েছে দুটি সিরিয়াল। জগদ্ধাত্রী এবং ফুলকি। এই দুটি সিরিয়াল ৬.৮ নম্বর পেয়েছে। দুটোই জি বাংলার সিরিয়াল। তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম। যার প্রাপ্ত নম্বর ৬.৫। দিনে দিনে এই সিরিয়ালের টিআরপি বাড়ছে। বেঙ্গল টপার হওয়ার দিকে এগোচ্ছে স্টার জলসার এই সিরিয়াল।
এরপরে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। পঞ্চম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার। এই সপ্তাহে ৬ নম্বর পেয়ে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি গীতা এলএলবিকে পেছনে ফেলে দিয়েছে। কথা এবং গৃহপ্রবেশ রয়েছে ষষ্ঠ স্থানে। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। আর সপ্তম স্থানেও দুটি সিরিয়াল জায়গা পেয়েছে। ৫.৭ নম্বর পেয়ে গীতা এলএলবি এবং চিরসখা সপ্তম স্থানে রয়েছে।
আরও পড়ুন : জি বাংলায় আসছেন ‘কড়িকোমল’ টুম্পা! এই সিরিয়ালে দেখা যাবে তাকে
আরও পড়ুন : বন্ধ রোজগার, মেয়ে দেখে না! চূড়ান্ত অর্থকষ্টে ভুগছেন ‘গীতা এলএলবি’র ব্রজবালা দেবী
অষ্টম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪। নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। যার প্রাপ্ত নম্বর ৫.১। দশম স্থানে রয়েছে রোশনাই। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৮। নন ফিকশন এর মধ্যে দিদি নাম্বার ওয়ান এর সানডে স্পেশাল এপিসোড পেয়েছে ৪.৯ এবং বাকি সপ্তাহে পেয়েছে ১.৬ নম্বর। আর ডান্স বাংলা ডান্স পেয়েছে ৪.৬ নম্বর।