উলটপালট বাংলা সিরিয়ালের টিআরপি! কে হল বেঙ্গল টপার?

আজ বৃহস্পতিবার, নিয়ম মাফিক প্রকাশিত হল বাংলা সিরিয়ালের টিআরপি (TRP) তালিকা। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) সিরিয়ালগুলো গত সপ্তাহে কে কেমন ফলাফল করলো? কোন কোন সিরিয়ালের দিকে দর্শকদের পাল্লা ভারী হল? নতুন সিরিয়ালই বা কেমন ফলাফল করছে? জানা গেল এই তালিকা দেখে। দেখে নিন এক নজরে।

এ সপ্তাহের বেশ কিছু নতুন বাংলা মেগা সিরিয়াল শুরু হয়েছে। তাদের টিআরপিও প্রকাশ পেল। তবে টপারের আসন কিন্তু এখনও পুরনোদের দখলেই। প্রথম স্থানে রয়েছে ফুলকি। জি বাংলার এই সিরিয়াল ৭.৩ নম্বর পেয়েছে। দ্বিতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.২। তৃতীয় স্থানে আছে স্টার জলসার গীতা এল এল বি। যার প্রাপ্ত নম্বর ৭.১।

Kon Gopone Mon Bheseche

চতুর্থ স্থানে আবারও ঠাঁই পেয়েছে জি বাংলা। জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ৭ নম্বর পেয়ে রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে কথা। কথার প্রাপ্ত নম্বর ৬.৭। যৌথভাবে ষষ্ঠ স্থান দখল করেছে পরিণীতা এবং উড়ান। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। স্টার জলসা এবং জি বাংলাতে রাত আটটার এই স্লটে বলতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম সপ্তাহেই উড়ানকে করা টক্কর দিল জি বাংলার নতুন সিরিয়াল পরিণীতা। আগামী দিনে পরিণীতা তার জায়গা ধরে রেখে আরও এগোতে পারবে কিনা সেটাই দেখার।

সপ্তম স্থানে আছে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। অষ্টম স্থানে আছে শুভ বিবাহ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১। নবম স্থানে আছে রোশনাই। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬। দশম স্থানে আছে অনুরাগের ছোঁয়া এবং আনন্দী। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। এই সপ্তাহেই আবার জি বাংলায় চালু হয়েছে নতুন সিরিয়াল মিত্তির বাড়ি। তবে এই সিরিয়ালের রেজাল্ট জানা যাবে আগামী সপ্তাহে।

আরও পড়ুন : চুপিসারে বিয়ে করলেন ‘আনন্দী’র আদিদেব! রইল পাত্রীর পরিচয়

Rangamati Tirandaz

আরও পড়ুন : কবে কোন সময়ে আসছে গৃহপ্রবেশ? দেখুন স্টার জলসার নতুন সিরিয়ালের টাইম স্লট

নতুন সিরিয়ালের মধ্যে এখন বলতে গেলে রাঙামতি তীরন্দাজ ভালো ফলাফল করছে। ফুলকির বিপরীতে ভালো নম্বর পেয়েছে এই সিরিয়াল। অন্যদিকে অনুরাগের ছোঁয়াও আস্তে আস্তে পুরনো ফর্মে ফিরছে। সম্প্রতি এই ধারাবাহিকের গল্পে বড় লিপ এসেছে। অনেকটা বড় হয়ে গেছে সোনা এবং রূপা। দর্শকরা যে নতুন করে আগ্রহ পাচ্ছেন তা টিআরপিতেই স্পষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে নন ফিকশনের মধ্যে দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা সারেগামাপাকে টেক্কা দিয়েছে। সারেগামাপা পেয়েছে ৫.১ নম্বর। দিদি নাম্বার ওয়ানের নম্বর ৫.৭।