এই সপ্তাহের বেঙ্গল টপার কোন সিরিয়াল? চমকে দেবে টিআরপি তালিকা

প্রকাশ্যে এলো এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। বড়দিন উপলক্ষে এমনিতেই টিআরপি তালিকা আসছে এই সপ্তাহে একদিন দেরী হল। কে হল বেঙ্গল টপার? স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) মধ্যে টিআরপির লড়াইতে এগিয়ে কে? কে বেশি নম্বর পেয়ে সবাইকে টপকে বেঙ্গল টপার হল? দেখুন এই সপ্তাহের সেরা দশের তালিকা।

১০. মিত্তির বাড়ি (Mittir Bari) : ৫.৫ নম্বর পেয়ে দশ নম্বরের ঠাঁই হয়েছে মিত্তির বাড়ির। শুরু থেকেই আদৃত রায় এবং পারিজাত চৌধুরীর এই নতুন সিরিয়ালের টিআরপির হাল বেশ খারাপ। মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা বিচার করে ভক্তরা অবশ্য অনেক বেশি আশা রেখেছিলেন আদৃতের থেকে।

Anurager Chhowa

৯. অনুরাগের ছোঁয়া এবং রোশনাই (Anurager Chhowa And Roshnai) : এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৬। দুটি সিরিয়ালেরই গল্পে এসেছে টুইস্ট। অনুরাগের ছোঁয়া লিপ নেওয়ার পর নতুন গল্প নিয়ে এগোচ্ছে। আর রোশনাইতে আসল নায়িকার মুখ বদলে গিয়েছে। অনুষ্কা গোস্বামীর বদলে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা রায়। চলতি সপ্তাহে এই দুটি সিরিয়াল নবম স্থান পেল টিআরপিতে।

৮. শুভ বিবাহ (Shubho Bibaho) : এই সিরিয়ালটি পেয়েছে ৬.১ নম্বর। এর বিপরীতেই রয়েছে মিত্তির বাড়ি। কিন্তু আদৃত ম্যাজিককে ধরাশায়ী করে এই সপ্তাহেও স্লট লিডার হল শুভ বিবাহ। পেল অষ্টম স্থান।

Anandi

৭. তেঁতুলপাতা এবং আনন্দী (Tentulpata And Anandi) : এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। এই দুটি সিরিয়াল সপ্তম স্থান দখল করতে পেরেছে।

৬. কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche) : এই সিরিয়াল পেয়েছে ৬.৯। টিআরপি তালিকাতে ষষ্ঠ স্থান দখল করতে পেরেছে কোন গোপনে মন ভেসেছে।

Rangamati Tirandaz

৫. রাঙ্গামতি তীরন্দাজ (Rangamati Tirandaj) : এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭। রাঙ্গামতি সেরা দশের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে।

৪. উড়ান (Uraan) : চতুর্থ স্থান পাওয়া এই সিরিয়ালটি পেয়েছে ৭.৩ নম্বর। এর বিপরীতে জি বাংলার পরিণীতা এই সপ্তাহেও স্লট লিডার।

আরও পড়ুন : ইংরেজিতে মুক্তি পেল স্টার জলসার অনুরাগের ছোঁয়া, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

Parineeta

৩. কথা এবং পরিণীতা (Katha And Parineeta) : তৃতীয় স্থানে থাকা এই দুটি সিরিয়ালের নম্বর ৭.৭। স্টার জলসার কথার টিআরপি শুরু থেকেই বেশ ভালো। আর নতুন শুরু হওয়া পরিণীতাও টিআরপির লড়াইতে শুরু থেকেই সেরা তিনের মধ্যে থাকছে।

২. জগদ্ধাত্রী (Jagaddhatri) : ৭.৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সার্থক। সিরিয়ালটির টিআরপি আবারও আগের জায়গায় ফিরে এল।

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম দিনে শুটিং! ৬ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল

GEETA LLB

১. ফুলকি এবং গীতা এলএলবি (Phoolki And Geeta LLB) : বেঙ্গল টপার হয়েছে এই দুটি সিরিয়াল। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৯। জি বাংলার ফুলকি এবং স্টার জলসার গীতা এলএলবি কেউ কাউকে এক চুলও জায়গা ছেড়ে দেয়নি। এর ফলে বেঙ্গল টপার হওয়ার লড়াইতে যৌথভাবে প্রথম স্থান দখল করে রইল স্টার জলসা এবং জি বাংলা।