শুরুতেই টিআরপি তালিকায় দারুণ প্রভাব দেখালো স্টার জলসার নতুন সিরিয়াল পরশুরাম আজকের নায়ক। জি বাংলার পরিণীতা বিগত বেশ কয়েক সপ্তাহের বেঙ্গল টপার। তার বিপরীতে পরশুরামকে এনে কার্যত সরাসরি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল স্টার জলসা। বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা দেখেই সকলের চক্ষু-চড়কগাছ। এই সপ্তাহের টিআরপি তালিকায় বহু সিরিয়ালের অবস্থানের অদল বদল হয়েছে। দেখে নিন এক নজরে।
কে হল বেঙ্গল টপার?
এই সপ্তাহেরও বেঙ্গল টপার পরিণীতা। জি বাংলার এই সিরিয়ালটি ৬.৮ নম্বর পেয়েছে। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে নিজের জায়গা ধরে রাখল পরিণীতা। কিন্তু তার বিপরীতে স্টার জলসার পরশুরাম হতে চলেছে কড়া প্রতিদ্বন্দ্বী। প্রথম সপ্তাহেই পরিণীতার থেকে মাত্র ০. ৪ নম্বরের জন্য পিছিয়ে রইল পরশুরাম। আগামী দিনে পরিণীতার জায়গা ছিনিয়ে নিতে পারে স্টার জলসার এই মাস্টারপিস সিরিয়াল।
সেরা পাঁচে রইল কোন কোন সিরিয়াল?
প্রথম স্থান জি বাংলার দখলে গেলেও দ্বিতীয় স্থান ধরে নিয়েছে স্টার জলসা। স্টার জলসা রাঙামতি তীরন্দাজ ৬.৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে আছে। জি বাংলার ফুলকিকে রাঙামতি টেক্কা দিয়ে এগিয়ে গেল। তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। স্টার জলসার পরশুরাম আজকের নায়ক এবং কথা যৌথ ভাবে চতুর্থ স্থান দখল করলাম। দুটো সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪। পঞ্চম স্থানে রয়েছে গীতা এলএলবি। এই সিরিয়ালের নম্বর ৬.১।
আরও পড়ুন : ছেলে-বৌমার হানিমুনে সঙ্গী শাশুড়ি! ফের বিতর্কের মুখে ‘চিরসখা’
আরও পড়ুন : গাঁজাখুরি গল্প! ‘কোন গোপনে মন ভেসেছে’ বন্ধের দাবিতে সোচ্চার দর্শকরা
সেরা দশের তালিকায় রইল কোন কোন সিরিয়াল?
ষষ্ঠ স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার, গৃহপ্রবেশ এবং কোন গোপনে মন ভেসেছে। এই তিনটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। সপ্তম স্থানে রয়েছে চিরসখা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৫। মিত্তির বাড়ি রয়েছে অষ্টম স্থানে। ৫.৩ এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর। নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.২। দশম স্থানে রয়েছে দুগ্গামণি ও বাঘ মামা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৭।