এক সপ্তাহের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল গত সপ্তাহের বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) টিআরপি (TRP) তালিকা। এই তালিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বাংলা সিরিয়ালের দর্শকরাও। তাদের পছন্দের সিরিয়ালগুলো কেমন ফলাফল করছে? আসলে এই রিপোর্ট কার্ডের উপরেই তো নির্ভর করছে বাংলার সব সিরিয়ালের ভাগ্য।
বেশ কয়েক মাস ধরে বেঙ্গল টপারের আসন এতদিন দখল করেছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। কিন্তু এই সিরিয়ালটির নম্বর কমে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিটকে গিয়েছে। একে তো একঘেয়ে গল্প দেখতে দেখতে দর্শকরা বিরক্ত বোধ করছেন। তার উপর আবার নতুন সিরিয়াল মুকুটও এই স্লটের টিআরপিতে ভাগ বসিয়েছে। তাই এক নম্বর থেকে দুই নম্বরে চলে গেল অনুরাগের ছোঁয়া।
গত সপ্তাহে এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ছিল ৭.৯। বেশ কয়েক মাস পর আবার জি বাংলার জগদ্ধাত্রী এক নম্বর পজিশনে উঠে আসতে পেরেছে। জগদ্ধাত্রী ০.১ নম্বরের ব্যবধানে রয়েছে প্রথম স্থানে। ৮ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে জি বাংলার এই সিরিয়াল। এদিকে আবার অনুরাগের ছোঁয়ার ঠিক ঘাড়ে নিশ্বাস ফেলছে জি বাংলার আরেকটি সিরিয়াল নিম ফুলের মধু।
নিম ফুলের মধু ক্রমে তার টিআরপি বাড়াচ্ছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর এখন ৭.৮। পল্লবী শর্মা এবং রুবেল দাসের এই সিরিয়াল তৃতীয় স্থান দখল করেছে এই সপ্তাহে। চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী। স্টার জলসার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪। আর ষষ্ঠ স্থানে রয়েছে রাঙা বউ।
শ্রুতি দাস এবং গৌরব রায় চৌধুরীর সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। সপ্তম স্থানে রয়েছে স্টার জলসার বাংলা মিডিয়াম সিরিয়ালটি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। অষ্টম স্থানে রয়েছে খেলনা বাড়ি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। নবম স্থানে রয়েছে মেয়েবেলা এবং হরগৌরী পাইস হোটেল। দুটি সিরিয়াল যৌথভাবে পেয়েছে ৫.৬ নম্বর।
দশম স্থানে রয়েছে স্টার জলসার এক্কাদোক্কা সিরিয়ালটি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪। এই সপ্তাহ থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল রামপ্রসাদ। অনুমান করা হচ্ছে রামপ্রসাদ সেরা দশের তালিকার মধ্যে ঢুকে পড়বে। এদিকে মিঠাই রানীর জায়গা হয়নি এই সেরা ১০ এর তালিকাতে। সিরিয়ালটির ফের ছিটকে গিয়েছে টিআরপির সেরা ১০ এর তালিকা থেকে।