ফের উলটপালট বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি (TRP)। দর্শকদের সব প্রত্যাশায় জল ঢেলে দিল এই সপ্তাহের টিআরপি তালিকা। সেরা দশের আসন থেকে ছিটকে বাইরে বেরিয়ে গেল আদৃত রায়ের নতুন সিরিয়াল মিত্তির বাড়ি। অন্যদিকে নতুন সিরিয়ালের মধ্যে পরিনিতার জয়জয়কার এখন। গত সপ্তাহের টিআরপি ফলাফল প্রকাশ পেতেই কার্যত বেজায় অবাক দর্শকরা। কে হল বেঙ্গল টপার?
নতুন সিরিয়াল নিয়ে মাতামাতি থাকলেও সেরার সেরা আসন কিন্তু দখল করে রেখেছে পুরনো সিরিয়ালগুলোই। স্টার জলসা এবং জি বাংলার মধ্যে টপার হওয়া নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই ছিল গত সপ্তাহে। স্টার জলসার কথা এবং জি বাংলার ফুলকি, ৭.৪ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে দুই চ্যানেলের এই দুটি সিরিয়াল।
দ্বিতীয় স্থানেও রয়েছে স্টার জলসা এবং জি বাংলার দুটি সিরিয়াল। একটি হল গীতা এল এল বি, অপরটি পরিণীতা। ৭.৩ নম্বর পেয়েছে এই দুটি সিরিয়াল। শুরু থেকেই কার্যত ছক্কা হাঁকাচ্ছে জি বাংলার এই নতুন সিরিয়াল। নিম ফুলের মধুর জায়গা নেওয়ার পাশাপাশি দর্শকদেরও ধরে রাখতে সমর্থ্য হয়েছে এই সিরিয়াল। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.২।
চতুর্থ স্থানে আছে উড়ান। স্টার জলসার এই সিরিয়ালটি পেয়েছে ৬.৯ নম্বর। পঞ্চম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭। ষষ্ঠ স্থানে আছে আনন্দী। যার প্রাপ্ত নম্বর ৬.৬। সপ্তম স্থানে আছে গৃহপ্রবেশ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। অষ্টম স্থানে আছে শুভ বিবাহ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬। নবম স্থানে আছে তেঁতুল পাতা, প্রাপ্ত নম্বর ৫.৯। আর দশম স্থান যৌথভাবে দখল করেছে অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৬।
আরও পড়ুন : সুচিত্রা সেনের ডুপ্লিকেট! জি বাংলার নায়িকাকে দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন : স্ত্রীকে নিয়ে টিভির পর্দায় রাজুদা! দেখুন কত সুন্দরী ভাইরাল রাজুদার স্ত্রী
টিআরপি তালিকা দেখে কার্যত জোরদার ধাক্কা খেয়েছেন আদৃত রায়ের ভক্তরা। তার মিঠাই সিরিয়ালটি একসময় দীর্ঘ সময়ের জন্য বেঙ্গল টপারের আসন দখল করে রেখেছিল ধারাবাহিকভাবে। কিন্তু নতুন সিরিয়াল সেই ম্যাজিক দেখাতে পারছে না। দর্শকদের মধ্যে কেউ কেউ দাবি করছিলেন আদৃতের সঙ্গে নতুন নায়িকা পারিজাত চৌধুরীর জুটিটা ঠিক জমছে না। তারই বহিঃপ্রকাশ এবার হল টিআরপি তালিকাতেও।