এক সপ্তাহের অপেক্ষা শেষ। প্রকাশিত হলো গত সপ্তাহের বাংলা সিরিয়ালগুলোর টিআরপি ফলাফল। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) সিরিয়ালগুলোর মধ্যে স্লট নিয়ে কাড়াকাড়ি প্রত্যেক সপ্তাহে লক্ষ্য করা যায়। এই সপ্তাহেও অন্যথা হল না। এ সপ্তাহে কে হল বেঙ্গল টপার?
গত সপ্তাহের মত এই সপ্তাহেও প্রথম স্থানে আছে ফুলকি। ৭.৭ নম্বর পেয়ে জি বাংলার এই সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে এই সপ্তাহেও। দ্বিতীয় স্থানে আছে জি বাংলার জগদ্ধাত্রী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭। তৃতীয় স্থানে আছে স্টার জলসার গীতা এলএলবি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭।
জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধুর স্লট বদল হয়েছে। তবুও সেরা ৫ এর মধ্যে জায়গা ধরে রেখেছে এই সিরিয়াল। চতুর্থ স্থানে কথার সঙ্গে যৌথভাবে আছে নিম ফুলের মধু। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। পঞ্চম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। ৬.৪ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি।
ষষ্ঠ স্থানে আছে স্টার জলসার উড়ান। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১। সপ্তম স্থানে আছে রোশনাই এবং আনন্দী। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। শুভ বিবাহ ৫.৭ নম্বর পেয়ে অষ্টম স্থানে আছে। ৫.২ নম্বর পেয়ে তেঁতুল পাতা, অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল নবম স্থানে আছে। ডায়মন্ড দিদি জিন্দাবাদ ৫.১ নম্বর পেয়ে দশম স্থানে আছে।
আরও পড়ুন : জি বাংলার ‘পরিনীতা’র নায়িকা আসলে কে? দেখুন নায়িকার আসল পরিচয়
আরও পড়ুন : কীভাবে শেষ হবে নিম ফুলের মধুর গল্প? দেখুন অন্তিম পর্বের বিশেষ আপডেট
পরিণীতার পর খুব শীঘ্রই জি বাংলাতে আসছে মিত্তির বাড়ি। আদৃত রায়ের নতুন এই সিরিয়ালটিও টিআরপি দখলের লড়াইতে এগিয়ে থাকবে বলে আশাবাদী দর্শকরা। অনুমান করা হচ্ছে রাত নটার সময় আসবে এই সিরিয়াল। অন্যদিকে জি বাংলায় রাত ৯.৩০ টা থেকে ১১.০০ টার স্লটে মালা বদল এবং মিঠিঝোরা সম্প্রচার হয়। এই দুটি সিরিয়ালের টিআরপি খুব কম। এই সপ্তাহে মিঠিঝোরা ৪.৬ এবং মালাবদল ৩.৫ নম্বর পেয়েছে। তাই এই জায়গাতেও কোনও নতুন সিরিয়াল আনা হতে পারে।