প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি লিস্ট, সবাইকে টপকে বেঙ্গল টপার এই সিরিয়াল

এক সপ্তাহের অপেক্ষার অবসান। প্রকাশ্যে এসে গিয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। সেরা দশে জায়গা পেল কোন কোন সিরিয়াল? কোন সিরিয়াল হল বেঙ্গল টপার? স্টার জলসা নাকি জি বাংলা, এত এত সিরিয়ালের মধ্যে কে কাকে টেক্কা দিল? রইল গত সপ্তাহের টিআরপি ফলাফলের সম্পূর্ণ তালিকা।

গত সপ্তাহে সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার কথা। ৭.৩ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। দ্বিতীয় স্থানে যৌথভাবে স্থান পেয়েছে তিনটে সিরিয়াল। ফুলকি, গীতা এলএলবি এবং উড়ান, এই তিনটি সিরিয়াল ৭.১ নম্বর পেয়েছে। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে নিম ফুলের মধু এবং রোশনাই। এই দুটি সিরিয়াল পেয়েছে ৬.৪ নম্বর।

Kon Gopone Mon Bheseche

চতুর্থ স্থানেও তিনটি সিরিয়াল জায়গা দখল করে আছে। কোন গোপনে মন ভেসেছে, শুভ বিবাহ এবং জগদ্ধাত্রী ৬.১ নম্বর পেয়ে চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে আছে বঁধুয়া। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৬। ষষ্ঠ স্থানে আছে মিঠিঝোরা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৫। সপ্তম স্থানে আছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। ৫.৪ নম্বর পেয়েছে এই সিরিয়াল।

অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল যৌথভাবে অষ্টম স্থানে আছে। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫। অন্যদিকে বিদায় বেলায় কে প্রথম কাছে এসেছি সেরা দশের তালিকায় জায়গা করতে পারল। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৫। রয়েছে নবম স্থানে। খুব শীঘ্রই এই সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে। দশম স্থানে রয়েছে তেঁতুল পাতা, পুবের ময়না এবং মালা বদল। তিনটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৩.৬।

আরও পড়ুন : ৩ মাসেই বন্ধের মুখে এই সিরিয়াল! রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

Kajol Nodir Jole

আরও পড়ুন : ‘মিঠাই’ অতীত, ফের ছোটপর্দায় ফিরছে সৌমিতৃষা কুণ্ডু

অন্যদিকে জি বাংলার দুটি নতুন সিরিয়াল, কাজল নদীর জলে এবং অমর সঙ্গীর টিআরপির হাল খুব খারাপ। এই দুটি সিরিয়ালকে দুপুরের স্লট দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দুপুরে খুবই কম মানুষ দেখছেন। কাজল নদীর জলে পেয়েছে ১ এবং অমর সঙ্গী পেয়েছে ১.১। সেই জায়গায় বিপরীতে স্টার জলসার পুরনো সিরিয়াল বধূবরণ পাচ্ছে ১.৪।