উলটপালট টিআরপিতে ভেসে গেল জগদ্ধাত্রী, ঝোড়ো ব্যাটিং মিঠাইয়ের! চমকে দিচ্ছে টিআরপি তালিকা

হাতে এসে গেল এই সপ্তাহের টিআরপি (TRP) ফলাফল। নতুন বছরের দ্বিতীয় টিআরপি রিপোর্ট এটি। এই বছরের শুরু থেকেই কার্যত জগদ্ধাত্রীকে সিংহাসন থেকে সরিয়ে জায়গা দখল করেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। দ্বিতীয় সপ্তাহেও সূর্য-দীপার জয় অব্যাহত। এই সপ্তাহেও অনুরাগের ছোঁয়া হয়েছে বেঙ্গল টপার। জগদ্ধাত্রীকে (Jagadhatri) হারিয়ে দিয়ে অনুরাগের ছোঁয়া পেয়েছে ৯.২ টি আর পি।

অনুরাগের ছোঁয়ার হাত ধরে বাংলা টেলিভিশন আবার বহুদিন বাদে ৯ এর উপরে টিআরপি পেল। জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে। ৮.৯ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। তৃতীয় স্থানে রয়েছে খেলনা বাড়ি। ৮.১ নম্বর পেয়েছে জি বাংলার এই সিরিয়ালটি। গৌরী এল রয়েছে চতুর্থ স্থানে। গৌরী এলো ৮.০ নম্বর পেয়েছে। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে বাংলা মিডিয়াম এবং পঞ্চমী।

বাংলা মিডিয়াম এবং পঞ্চমী ৭.৭ নম্বর পেয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে নিম ফুলের মধু। জি বাংলার এই সিরিয়ালটি ৭.৬ নম্বর পেয়েছে। সপ্তম স্থানে রয়েছে মিঠাই। মিঠাই পেয়েছে ৭.০ নম্বর। আলতা ফড়িং অষ্টম স্থানে রয়েছে। ৬.৯ নম্বর পেয়েছে আলতা ফড়িং। গাঁটছড়া এবং রাঙ্গা বউ যৌথভাবে নবম স্থান দখল করেছে। ৬.৭ নম্বর পেয়েছে এই দুটি সিরিয়াল।

এক্কাদোক্কা সিরিয়ালটি পেয়েছে ৬.৪ নম্বর। দশম স্থানে রয়েছে স্টার জলসার সিরিয়ালটি। গত সপ্তাহের মত এই সপ্তাহেও মিঠাই বেশ ভালই ফলাফল করেছে। দুই সপ্তাহ ধরেই মিঠাই ৭.০ রেটিং পয়েন্ট ধরে রেখেছে। সন্ধের স্লটে এই রেটিং নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে গত সপ্তাহের তুলনায় অবস্থানের দিক থেকে এক ধাপ উপরে উঠেছে মিঠাই।

বর্তমানে মিঠাই তার বিপরীতে নবাব নন্দিনীকে জোরদার টক্কর দিচ্ছে। কাজেই সিরিয়ালটি যে বার বার বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তা সত্যি হবে না এখনই। সাহেবের চিঠি এবারেও সেরা দশের মধ্যে জায়গা দখল করতে ব্যর্থ হল। উল্টো দিকে খেলনা বাড়ি ভালই ফলাফল করছে গত কয়েক সপ্তাহ ধরে। শোনা যাচ্ছে সাহেবের চিঠি নাকি এবার বন্ধ করে দেওয়া হবে।

অন্যদিকে জি বাংলাতে শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল যার নাম মন দিতে চাই। এই সিরিয়ালটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অরুণিমা হালদার এবং ঋত্বিক মুখার্জী। ‘আয় তবে সহচরী’র বরফি এবং ’এই পথ যদি না শেষ হয়’ এর সাত্যকির জুটির এই সিরিয়াল প্রাইম টাইমে দেওয়া হয়নি। রাত ১০.৩০টার স্লটে প্রথম সপ্তাহে সিরিয়ালটি পেয়েছে মাত্র ২.০০ নম্বর।