চলে এলো এই সপ্তাহের টিআরপি লিস্ট! রইল সেরা ১০ সিরিয়ালের তালিকা

চলে এলো বৃহস্পতিবারের দুপুর। নিয়ম মাফিক প্রকাশ পেল সব বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট। গত সপ্তাহে কে কেমন ফলাফল করলো? স্টার জলসা এবং জি বাংলার মধ্যে এই সপ্তাহেও বেঁধে গেল হাড্ডাহাড্ডি লড়াই। যদিও স্টার জলসাকে টেক্কা দিয়ে জি বাংলা এগিয়ে থাকল বেশ অনেকটা। বেঙ্গল টপারের আসন কে পেল? সেরা দশের তালিকাতে কারা কারা জায়গা করতে পেরেছে? আজকের এই প্রতিবেদনে জানাবো আপনাদের।

কে হল বেঙ্গল টপার?

ফুলকি, জগদ্ধাত্রী, পর্ণা কিংবা গীতা, কথা, সকলেই বাদ। বর্তমানে টিআরপির বিচারে দর্শকদের একমাত্র পছন্দ জি বাংলার পরিণীতা। বিগত ছয় সপ্তাহ ধরে নিজের স্থান এক নম্বরে ধরে রেখেছে এই সিরিয়াল। নতুন বছরের শুরু থেকেই কার্যত সবাইকে মাত দিচ্ছে পরিণীতা। এই সপ্তাহে পরিণীতার প্রাপ্ত নম্বর ৭.৯। সিরিয়ালটি রয়েছে প্রথম স্থানে। জি বাংলার চ্যানেল টপার তো বটেই, পরিণীতা এই সপ্তাহেরও টিআরপি টপার।

Parineeta

সেরা ৫-এ জায়গা পেল কারা?

এই তালিকাতে প্রথমেই রয়েছে পরিণীতা। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫। তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৭.৪। চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯। পঞ্চম স্থানে রয়েছে গীতা এলএলবি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৮।

সেরা দশের মধ্যে জায়গা পেল কোন কোন সিরিয়াল?

এরপর ষষ্ঠ স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। স্টার জলসার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। সপ্তম স্থানে রয়েছে মিত্তির বাড়ি। জি বাংলার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬। অষ্টম স্থানে রয়েছে উড়ান। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। নবম স্থানে রয়েছে গৃহ প্রবেশ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৫। দশম স্থানে রয়েছে আনন্দী। আনন্দীর প্রাপ্ত নম্বর ৫.৩।

আরও পড়ুন : রাতারাতি সিরিয়াল ছাড়লেন দুই শালিকের নায়িকা! যমজ চরিত্রে অভিনয় করবেন কে?

SAREGAMAPA

আরও পড়ুন : রাতারাতি সিরিয়াল ছাড়লেন তেঁতুলপাতার অভিনেত্রী! হঠাৎ কী হল?

নন ফিকশনের টিআরপি

জি বাংলার সারেগামাপা এখন একেবারে শেষের পর্যায়ে। ৫.৪ রেটিং পেয়েছে এই শো। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে দিদি নাম্বার ওয়ান। যার প্রাপ্ত নম্বর ৪.৯। তবে জি বাংলার নন ফিকশনের বিপরীতে কিন্তু প্রথম স্থান দখল করে রইল স্টার জলসা সিরিয়ালগুলো। যার প্রাপ্ত নম্বর ৫। কিন্তু সারেগামাপার বিপরীতে জলসা ফিকশনের রেটিং একটু কম। ৪.৩ পয়েন্টে গিয়ে আটকেছে।