প্রথম সপ্তাহেই বাজিমাত দুগ্গামণির! এই সপ্তাহে কে হল বেঙ্গল টপার? 

আবার এক সপ্তাহের অপেক্ষার অবসান হল। প্রকাশ্যে এলো গত সপ্তাহের টিআরপি ফলাফল। বাংলা সিরিয়ালগুলো কে কেমন পয়েন্ট পাচ্ছে? দর্শকদের দেখার আগ্রহ কতটুকু? এইসবের বিচার হয় টিআরপি পয়েন্ট দিয়ে। তাই এই টিআরপিই বলতে গেলে প্রত্যেকটি সিরিয়ালের ভাগ্য নিয়ন্ত্রক। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলার সিরিয়ালগুলো কে কেমন ফলাফল করছে? দেখে নিন এক নজরে।

প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও বেঙ্গল টপার কিন্তু জি বাংলার পরিণীতা। বিগত কয়েক সপ্তাহ ধরে এই সিরিয়ালকে টেক্কা দিতে পারছে না কেউ। পরিণীতার বিপরীতে স্টার জলসা তাই এনেছে পরশুরাম নামে নতুন একটি সিরিয়াল। তবে এই সপ্তাহেও পরিণীতা ৭.২ নম্বর নিয়ে প্রথম স্থান দখল করেছে। পরশুরাম পরিণীতাকে টলাতে পারবে কিনা সেটাই দেখার। সেই রিপোর্ট পাওয়া যাবে আগামী সপ্তাহে।

Jagaddhatri

এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৫। তৃতীয় স্থানেও রয়েছে জি বাংলা। ফুলকি ৬.৪ নম্বর পেয়েছে। তাই এক থেকে তিন এই সপ্তাহে গেল জি বাংলার ঝুলিতে। চতুর্থ স্থানে জায়গা পেল স্টার জলসার রাঙামতি তীরন্দাজ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। পঞ্চম স্থানে আছে গীতা এলএলবি। গীতা পেয়েছে ৬.২ নম্বর। ষষ্ঠ স্থানে রয়েছে কোন দোকানে মন ভেসেছে এবং কথা।

আরও পড়ুন : রাতারাতি বদলে গেল এই সিরিয়ালের নায়কের মুখ! আসছেন নতুন অভিনেতা

Duggamoni O Bagh Mama

আরও পড়ুন : ‘কৃষ্ণা’ অতীত! ‘নিম ফুলের মধু’র পর নতুন সিরিয়ালে ফিরলেন অরিজিতা মুখোপাধ্যায়

৫.৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে আছে স্টার জলসার উড়ান। অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার চিরসখা। নম্বর পেয়েছে ৫.২। নবম স্থানে রয়েছে মিত্তির বাড়ি, প্রাপ্ত নম্বর ৫.১। ৫ নম্বর পেয়ে যৌথভাবে দশম স্থানে রয়েছে গৃহপ্রবেশ এবং দুগ্গামণি ও বাঘ মামা। প্রথম সপ্তাহেই সেরা দশের তালিকায় নাম লিখে ফেলেছে জি বাংলার এই নতুন সিরিয়ালটি। অন্যদিকে আনন্দি পেয়েছে ৪.৯ নম্বর এবং নিম ফুলের মধু শেষের সপ্তাহে পেয়েছে ৩.৮ নম্বর।