কথা বাদ, গীতাও ফেল! কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার?

বৃহস্পতিবার নয়, দীপাবলির মরসুমে বেশ কয়েকটা দিন দেরি করেই প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা। সোমবারের দিন প্রকাশিত হয়েছে গত সপ্তাহের প্রত্যেকটা চ্যানেলের বাংলা সিরিয়ালগুলোর রিপোর্ট কার্ড। টিআরপি (TRP) তালিকা অনুসারে কারা রয়েছে প্রথম দশের তালিকায়? বেঙ্গল টপারই বা কে হল?

গত সপ্তাহের মত এই সপ্তাহেও সেরার সেরা স্থানে রয়েছে জি বাংলার ফুলকি। সদ্য ৫০০ পর্ব অতিক্রম করেছে জি বাংলার ফুলকি। ধারাবাহিকের গল্প এখন বেশ জমে উঠেছে। কাজেই দর্শকরা আর চ্যানেল ঘোরানোর সুযোগই পাচ্ছেন না। তবে শুধু ফুলকি নয়, ফুলকির সঙ্গে সঙ্গে নিম ফুলের মধুও রয়েছে প্রথম স্থানে। এই দুটি সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ছিল ৭.৭। দুজনেই প্রথম হয়ে বেঙ্গল টপারের আসন দখল করেছে।

GEETA LLB

দ্বিতীয় স্থানেও যৌথভাবে আছে গীতা এলএলবি এবং কথা। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.১। আর তৃতীয় স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। তবে প্রথম এবং দ্বিতীয়র মত তৃতীয় স্থানেও রয়েছে দুটি সিরিয়াল। এর সঙ্গে জগদ্ধাত্রীও ৬.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে শুভ বিবাহ। গত সপ্তাহে উড়ান ছিল এই জায়গায়। উড়ানকে পেছনে ফেলে ৬.১ নম্বর পেয়ে সেরা পাঁচে উঠে এসেছে শুভ বিবাহ।

আরও পড়ুন : বদলে গেল জি বাংলার সব সিরিয়ালের স্লট! দেখুন নতুন টাইম স্লট

Roshnai

আরও পড়ুন : শুরুর আগেই বন্ধ শুটিং! টাকার অভাবে বন্ধ হল নতুন সিরিয়ালের শুটিংয়ের কাজ

পঞ্চম স্থানে রয়েছে উড়ান এবং রোশনাই। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। ষষ্ঠ স্থানে আছে চারটি সিরিয়াল। আনন্দী, হরগৌরী পাইস হোটেল, তেঁতুল পাতা এবং অনুরাগের ছোঁয়া, এই চারটি সিরিয়াল ৫.৭ নম্বর পেয়েছে এবং ষষ্ঠ স্থান দখল করেছে। ডায়মন্ড দিদি জিন্দাবাদ এবং রাঙ্গামতি তীরন্দাজ ৫.৬ নম্বর পেয়ে সপ্তম স্থানে আছে।। অষ্টম স্থানে আছে পুবের ময়না এবং মিঠিঝোরা। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৫।