উলটপালট টিআরপিতে চমকে দিল মিঠাই, কে হল বেঙ্গল টপার? রইল ফলাফল

উলটপালট টিআরপিতে দারুণ চমক, রইল সেরা দশের টিআরপি তালিকা

এক সপ্তাহ পর ফের নিয়ম করে হাতে চলে এসেছে গত সপ্তাহের বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) রিপোর্ট কার্ড। জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসার (Star Jalsha) সিরিয়ালগুলোর মধ্যেই প্রধানত টিআরপি (TRP) নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যায়। বর্তমানে স্টার জলসা এবং জি বাংলার মধ্যে টিআরপিতে সেরা হওয়ার লড়াই লক্ষ্য করা যাচ্ছে। এই লড়াইতে এই সপ্তাহে কে জিতল জানেন?

গত কয়েকবারের মত অনুরাগের ছোঁয়া এই বারও টিআরপিতে টপার হয়েছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭। অনুরাগের ছোঁয়া এই নম্বর নিয়ে স্টার জলসা এবং জি বাংলার অন্যান্য সিরিয়ালগুলোকে পেছনে ফেলে দিয়েছেন। জি বাংলার জগদ্ধাত্রী এবার প্রথম হতে পারেনি। উপরন্তু এই সিরিয়ালের অবস্থান আরও নিচে নেমে গিয়েছে।

NEEM PHULER MODHU

এই সপ্তাহে দ্বিতীয় স্থান অধিকার করেছে জি বাংলার নিম ফুলের মধু। পল্লবী শর্মা অভিনীত সিরিয়ালটি প্রথম সপ্তাহ থেকেই ভাল টিআরপি পাচ্ছে। এই সপ্তাহেও তার অন্যথা হল না। ৫.৯ নম্বর নিয়ে সিরিয়ালটি দ্বিতীয় স্থান অর্জন করেছে। আর জগদ্ধাত্রী ৫.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে ছিটকে গিয়েছে। চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭।

এক থেকে পাঁচের মধ্যে প্রথম আসন বাদ দিয়ে বাকি চারটি আসন জি বাংলার দখলে চলে গিয়েছে। জি বাংলার গৌরী এলো সিরিয়ালটি ৫.৬ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। ওদিকে রাঙা বউ সিরিয়ালটি বিপরীতে পঞ্চমীকে টেক্কা দিয়ে অনেকটাই নম্বর বাড়িয়ে নিয়েছে। বর্তমানে এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪। রাঙা বউ ষষ্ঠ স্থান দখল করেছে।

MITHAI

জি বাংলার মিঠাই রানী রয়েছে সপ্তম স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫। পঞ্চমী অষ্টম স্থানে রয়েছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর হয়েছে ৪.৭। মেয়েবেলা এবং বাংলা মিডিয়াম যৌথভাবে নবম স্থান পেয়েছে। স্টার জলসার এই ২ সিরিয়াল পেয়েছে ৪.৫ নম্বর। দশম স্থানে রয়েছে স্টার জলসার আর দুটি সিরিয়াল।

meyebela

গাঁটছড়া এবং এক্কাদোক্কা ৪.৪ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে। বাংলা মিডিয়াম এবং পঞ্চমী এর আগে ভাল ফলাফল করলেও গত সপ্তাহ থেকে ভাল টিআরপি পাচ্ছে না। আশা করা হয়েছিল বিয়ের মরসুমে পঞ্চমী ভাল টিআরপি পাবে। কিন্তু সেটা হল না।