TRP-তে মিঠাইয়ের অবিশ্বাস্য রেজাল্ট, শুরুতেই ছক্কা মেয়েবেলার, চমকে দিচ্ছে ফলাফল

টিআরপিতে স্টার জলসার জয়জয়কার, শুরুতেই ছক্কা মেয়েবেলার, কে হল বেঙ্গল টপার?

Bengali Mega Serial TRP List Released On 2nd February 2023

এক সপ্তাহ পর হাতে এল ফেব্রুয়ারি মাসের টিআরপির (TRP) প্রথম ফলাফল। এই সপ্তাহের ফলাফল জানার জন্য আজ সকাল থেকেই দুরু দুরু বুকে অপেক্ষা করছিলেন বাংলা সিরিয়ালের ভক্তরা। আসলে এই টিআরপি নির্ধারণ করে দেয় বাংলার সব সিরিয়ালের (Bengali Mega Serial) ভাগ্য। তবে বলা যেতে পারে নতুন সিরিয়ালের দাপটে পুরনো সিরিয়ালগুলোর ভাগ্য কিন্তু এখন বেশ খারাপ।

হাতে এসে গিয়েছে চলতি সপ্তাহের রিপোর্ট কার্ড। গত সপ্তাহের মত এই সপ্তাহেও অবশ্য অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) হয়েছে সবার সেরা। ৮.৮ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। তবে এতে মোটেই খুশি নন ভক্তরা। কারণ দিন প্রতিদিন অনুরাগের টিআরপি রেটিং পয়েন্ট কমছে। এমনটা চলতে থাকলে খুব বেশিদিন আর সেরার আসন ধরে রাখতে পারবে না সিরিয়ালটি।

jagadhatri 1

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। ৮.৬ নম্বর পেয়েছে এই সিরিয়াল। গৌরী এলো রয়েছে তৃতীয় স্থানে। জি বাংলার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮। চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু। জি বাংলার এই নতুন সিরিয়ালটি ৭.৮ নম্বর পেয়েছে। নিম ফুলের মধুর টিআরপি কিন্তু ক্রমাগত বাড়ছে। পঞ্চম স্থানেও জি-বাংলারই জয় হয়েছে।

এই সপ্তাহে ৭.৫ নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করেছে খেলনা বাড়ি। পঞ্চমী এবং বাংলা মিডিয়াম রয়েছে ষষ্ঠ স্থানে। স্টার জলসার এই দুটি সিরিয়াল ৭.১ নম্বর পেয়েছে। সপ্তম স্থানে রয়েছে রাঙা বউ। জি বাংলার এই সিরিয়ালটি ৬.৯ নম্বর পেয়েছে। তবে পঞ্চমীর কাছে স্লট এবারেও হারিয়েছে রাঙা বউ। অষ্টম স্থানে রয়েছে এক্কাদোক্কা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৮।

meyebela serial in star jalsha

নবম স্থানে রয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল মেয়ে বেলা। এই সিরিয়ালটি সবে মাত্র শুরু হয়েছে। প্রথম সপ্তাহে এই টিআরপিতে সেরা দশের তালিকায় ঢুকে পড়েছে রূপা গাঙ্গুলী, স্বীকৃতি মজুমদার, অর্পণ ঘোষালের নতুন এই সিরিয়ালটি। গাঁট ছড়া দশম স্থানে রয়েছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। তবে মিঠাই ভক্তরা এই টিআরপি তালিকা দেখে একেবারেই হতাশ।

mithai (1)

এই সপ্তাহের সেরা দশের মধ্যে কোথাও দেখা গেল না মিঠাইকে। স্বাভাবিকভাবেই এতে ভীষণ অবাক হয়েছেন ভক্তরা। এর উপর আবার খুব তাড়াতাড়ি মিঠাইয়ের বিপরীতের স্লটে আসতে চলেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘বালি ঝড়’। যদিও মিঠাই রানী খুব তাড়াতাড়িই ফিরছে গল্পে। কাজেই শীঘ্রই টিআরপি বাড়ার সম্ভাবনা রয়েছে।