উলটপালট টিআরপিতে অবিশ্বাস্য চমক! শুরুতেই ধামাকা বাংলা মিডিয়ামের, কে হল বেঙ্গল টপার

স্টার জলসা, জি বাংলার হাড্ডাহাড্ডি লড়াই টিআরপিতে, রইল এই সপ্তাহের সেরা ১০ বাংলা সিরিয়ালের তালিকা

Bengali Mega Serial TRP List Released On 22 December 2022

এক সপ্তাহের অপেক্ষার হল অবসান। প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহের বৃহস্পতিবারেও হাতে এসে পৌঁছেছে সমস্ত বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) রিপোর্ট কার্ড। টিআরপি (TRP) নিয়ে বাংলা সিরিয়ালের অনুরাগীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেল এইবার। আর হবে নাই বা কেন? স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla) দুজনেই সেরার সেরা হওয়ার লড়াইয়ে যে ছাপিয়ে যাচ্ছে একে অপরকে।

গত কয়েক সপ্তাহের মত এই সপ্তাহেও বাংলা সিরিয়ালের সেরা হয়েছে জগদ্ধাত্রী। গত কয়েক মাস ধরে জি বাংলার এই সিরিয়ালটি নিজের জায়গা থেকে একচুলও নড়েনি। জগদ্ধাত্রী পেয়েছে ৯.২ নাম্বার। দ্বিতীয় স্থানেও জি বাংলা এবং স্টার জলসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে এইবার। জি বাংলার খেলনা বাড়ি এবং স্টার জলসার অনুরাগের ছোঁয়া ৮.৩ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার গৌরী এলো। গৌরী এলো পেয়েছে ৮.০ নাম্বার। বাংলা মিডিয়াম এবং পঞ্চমী, স্টার জলসার সদ্য শুরু হওয়া এই দুটি সিরিয়ালের ফলাফল চমকে দিচ্ছে। ৭.৮ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই দুটি সিরিয়াল। উল্লেখ্য প্রথম সপ্তাহের তুলনায় পঞ্চমী দ্বিতীয় স্থান থেকে ছিটকে চতুর্থ স্থানে নেমে এসেছে। আর শুরুর সপ্তাহেই বাংলা মিডিয়াম সেরা ৫ এর মধ্যে জায়গা করে নিল।

নিম ফুলের মধু রয়েছে পঞ্চম স্থানে। জি বাংলার এই নতুন সিরিয়াল ৭.৬ নম্বর পেয়েছে। আলতা ফড়িং রয়েছে ষষ্ঠ স্থানে। ৭.৩ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। স্টার জলসার গাঁট ছড়া সিরিয়ালটি টিআরপি তালিকায় ক্রমাগত নিচের দিকে নামছে। গল্পে নতুন মোড় আনা সত্ত্বেও গাঁট ছড়া কিছুতেই দর্শকদের মন জয় করতে পারছে না আর। এমনটা হতে থাকলে সিরিয়ালটিকেও খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হতে পারে।

অন্যদিকে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের টিআরপি রেটিং পয়েন্ট খুব একটা আশানুরূপ নয়। এই সপ্তাহে ৬.৫ নম্বর পেয়ে নবম স্থানে ছিটকে গিয়েছে মিঠাই। দশম স্থানে রয়েছে সাহেবের চিঠি এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এই দুটি ধারাবাহিক পেয়েছে ৬.৪ নম্বর। উল্লেখ্য লক্ষ্মী কাকিমা সুপারস্টার আর খুব বেশি দিন সম্প্রচারিত হবে না। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়ালটি।

অপরাজিতা আঢ্যের লক্ষ্মী কাকিমাকে সরিয়ে সেই জায়গা দখল করে নিয়েছে নতুন সিরিয়াল রাঙা বউ। এই সপ্তাহের টিআরপি লিস্টে নতুন সিরিয়ালগুলো বেশ ভাল নম্বর পেয়ে ভাল জায়গা দখল করেছে। তুলনায় স্বস্তিকা দত্তের নতুন সিরিয়াল তোমার খোলা হাওয়া তেমন নজর কাটতে পারল না। আসলে এই সিরিয়ালের বিপরীতে রয়েছে অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া কার্যত তোমার খোলা হওয়ার কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য।