জগদ্ধাত্রী নাকি গীতা LLB, TRP-তে কে হল বেঙ্গল টপার? চমকে দেবে তালিকা

TRPতে ব্যাপক পরিবর্তন! সবাইকে হারিয়ে বেঙ্গল টপার এই সিরিয়াল, রইল সেরা দশের তালিকা

দেখতে দেখতে চলে এলো ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। আরো একটি নতুন মাস, নতুন সপ্তাহ, নতুন টিআরপি (TRP) তালিকা। প্রতি সপ্তাহে জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star Jalsha), সান বাংলা এবং কালার্স বাংলার কলাকুশলী থেকে দর্শক সকলেই অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। এই সপ্তাহে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে। লড়াইয়ে জিতল কে? কে হলো বেঙ্গল টপার?

প্রায় প্রতি সপ্তাহে বেঙ্গল টপারের তালিকায় থাকে জি বাংলার নাম। চলতি সপ্তাহেও তার অন্যথা হয়নি। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহের প্রথম স্থান অর্জন করে রেখেছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। তবে দ্বিতীয় স্থান অর্জন করে সবাইকে চমকে দিয়েছে ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার আরও একটি ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)।

NEEM PHOOLER MADHU

চলতি সপ্তাহে ফের নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে ‘নিম ফুলের মধু’। পেয়েছে তৃতীয় স্থান। সূর্য এবং দীপার জুটিও স্থান পেয়েছে সেরা পাঁচের মধ্যে। চতুর্থ স্থান অর্জন করেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। পঞ্চম স্থানে ফের রয়েছে স্টার জলসার নাম। নতুন ধারাবাহিক ‘কথা’ চলতি সপ্তাহে উঠে এসেছে সেরা ৫ এর মধ্যে।

এক নজরে দেখে নিন সেরা ১০ – এর টিআরপি তালিকা

৮.৭ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। ৮.১ নম্বর পেয়ে ‘ফুলকি’ এবং ‘গীতা এলএলবি’ রয়েছে দ্বিতীয় স্থানে। ৭.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। ৭.২ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। পঞ্চম স্থানে রয়েছে ‘কথা’, প্রাপ্ত নম্বর ৭.১।

Kon Gopone Mon Bheseche 1

ষষ্ঠ স্থানে ফের দুটি ধারাবাহিক জায়গা করে নিয়েছে একসঙ্গে। ৬.৯ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘সন্ধ্যা তারা’। ৬.৭ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছে ‘কার কাছে কই মনের কথা’। অষ্টম স্থানে রয়েছে ‘লাভ বিয়ে আজকাল’, ৬.৬ নম্বর পেয়েছে সে।

আরও পড়ুন : রণজয় বিষ্ণু নয়! ‘কোন গোপনে মন ভেসেছে’ নায়কের আসল নাম কী?

Jol Thoi Thoi Bhalobasa

আরও পড়ুন : TRP তলানিতে! ৩ মাসেই বন্ধের মুখে Star Jalsha -র এই সিরিয়াল

নবম স্থান একসঙ্গে অর্জন করেছে দুটি ধারাবাহিক। স্টার জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’ এবং ‘তোমাদের রানী’ এই দুটি ধারাবাহিক ৬.৫ নম্বর পেয়েছে। দশম স্থানে রয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’, পেয়েছে ৬.১ নম্বর। চলতি সপ্তাহে জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি কোন স্থান করে নিতে পারেনি কারণ এই ধারাবাহিকের টিআরপি এখন বেশ নিম্নগামী। চলতি মাসেই এই ধারাবাহিকটির শেষ পর্ব সম্প্রচারিত হবে।