প্রকাশ্যে এলো চলতি সপ্তাহে টিআরপি (TRP) তালিকা। বৃহস্পতিবার যেহেতু স্বাধীনতা দিবস ছিল তাই শুক্রবার প্রকাশিত হল এই সপ্তাহের রিপোর্ট কার্ড। স্টার জলসা (Star Jalsha) নাকি জি বাংলা (Zee Bangla), কোন চ্যানেলের সিরিয়াল হলো সবার সেরা? কোন কোন সিরিয়াল সেরা দশের মধ্যে জায়গা পেল? কারা জায়গা পেল না? দেখে নিন তালিকা।
এই সপ্তাহে সবাইকে পেছনে ফেলে দিয়ে প্রথম স্থানে রয়েছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। জি বাংলার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.২। দ্বিতীয় স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭। চতুর্থ স্থানে রয়েছে গীতা এলএলবি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯।
পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে জগদ্ধাত্রী এবং কথা। দুটি সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৮। স্টার জলসার উড়ান রয়েছে ষষ্ঠ স্থানে। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। শুভ বিবাহ এবং বঁধুয়া যৌথভাবে সপ্তম স্থান দখল করেছে। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। অষ্টম স্থানেও যৌথভাবে দুটি সিরিয়াল জায়গা দখল করেছে। ডায়মন্ড দিদি জিন্দাবাদ এবং রোশনাই। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮।
নবম স্থানে রয়েছে মিঠিঝোরা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। দশম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৬। অন্যদিকে এই সপ্তাহে তোমাদের রানীর শেষ সম্প্রচার ছিল। শেষ সপ্তাহে ৪.৫ নম্বর ছিল সিরিয়ালটির। বিপরীতে পুবের ময়নার থেকে এই সপ্তাহেও অনেকটা এগিয়ে ছিল সিরিয়ালটি। পুবের ময়নার প্রাপ্ত নম্বর ছিল ১.১।
আরও পড়ুন : আরজিকর নিয়ে ‘কেঁদেকেটে ওভার অ্যাকটিং’ রচনার! ধুয়ে দিলেন বিরক্ত নেটিজেনরা
আরও পড়ুন : পারিশ্রমিক আকাশ ছোঁয়া! Didi Number One -র এপিসোড পিছু কত বেতন পান রচনা ব্যানার্জী?
এই সপ্তাহে সারেগামাপা পেয়েছে ৬ নম্বর। দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা পেয়েছে ৫.৭ নম্বর। জলসার ফিকশন শোয়ের তুলনায় অনেক ভালো ফলাফল করছে জি বাংলার রিয়েলিটি শো গুলো।