TRP তালিকায় অবিশ্বাস্য রেজাল্ট! সবাইকে টপকে বেঙ্গল টপার এই সিরিয়াল

বৃহস্পতিবার প্রকাশিত হল নতুন বছরে বাংলা সিরিয়ালগুলোর প্রথম টিআরপি (TRP) তালিকা। এতদিন জগদ্ধাত্রী (Jagaddhatri) এবং নিম ফুলের মধুর (Neem Phooler Madhu) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে টিআরপি নিয়ে। গত সপ্তাহেও টপার হয়েছিল নিম ফুলের মধু। কিন্তু এই সপ্তাহে পর্ণা-সৃজনের রোমান্স দর্শকদের মনে ধরল না আর।

এই সপ্তাহে টিআরপির যে তালিকা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সিরিয়ালই এই সপ্তাহে সেরা দশের তালিকাতে ঠাঁই পেয়েছে। জগদ্ধাত্রী বৃহস্পতিবার ৫০০ পর্ব ছুঁয়েছে। এই বিশেষ দিনে টিআরপি তালিকাতে সেরা হয়ে কার্যত সিরিয়ালের কলাকুশলীদের সেলিব্রেশানের মজা হল দ্বিগুণ। অন্যদিকে কয়েক পয়েন্টের ব্যবধানে নিম ফুলের মধু চলে গেল দ্বিতীয় স্থানে।

Neem Phooler Madhu

এই সপ্তাহে টিআরপি তালিকায় নিম ফুলের মধু জগধাত্রীর কাছে হেরে গিয়েছে। ৯.৫ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। নিম ফুলের মধু ৮.৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৭। চতুর্থ স্থানে রয়েছে গীতা এলএলবি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৯।

জি বাংলার নতুন সিরিয়াল কোন গোপনে মন ভেসেছেও প্রথম থেকেই দুর্দান্ত ফল করছে। ৭.৪ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে এই সিরিয়াল। অনুরাগের ছোঁয়া এবং কার কাছে কই মনের কথা ৭.১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানে রয়েছে তোমাদের রানী। ৭ নম্বর পেয়েছে স্টার জলসার এই সিরিয়াল।

TOMADER RANI

সন্ধ্যাতারা, লাভ বিয়ে আজকাল, জল থৈ থৈ ভালোবাসা, ৬.৮ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে এই তিনটি সিরিয়াল। হরগৌরী পাইস হোটেল, কথা এবং তুমি আশে পাশে থাকলে রয়েছে নবম স্থানে। এই তিনটি সিরিয়ালের টিআরপি গত সপ্তাহে ছিল ৬। ৫.৮ নম্বর পেয়ে ইচ্ছে পুতুল রয়েছে দশম স্থানে।

আরও পড়ুন : প্রেমিকার মৃত্যুতে জড়িয়েছিল নাম! ‘কথা’র নায়ক সাহেবের জীবন যেন সিনেমা

Geeta LLB

আরও পড়ুন : চাকরি ছেড়ে অভিনয়ে এসে অবিরাম জুটছে অভিশাপ! ‘বাবুউউ’র মা হয়ে রাস্তাঘাটেও ভুগছেন অরিজিতা

অন্যদিকে স্টার জলসার চ্যানেল টপার গীতা এলএলবি। নতুন এই সিরিয়ালটি প্রথম থেকেই দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। স্টার জলসার দীর্ঘদিনের চ্যানেল টপার অনুরাগের ছোঁয়ার টিআরপি দিন দিন কমছে। সেই জায়গাতে গীতা এখন স্টার জলসার দর্শকদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে।