চলে এলো এই সপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি ফলাফল। স্টার জলসা থেকে জি বাংলা, এই সপ্তাহেও প্রাইম টাইমে সিরিয়ালগুলোর মধ্যে স্লট দখলের লড়াই উঠল চরমে। সবাইকে টপকে বেঙ্গল টপার কে হল? সেরা দশের মধ্যে কোন কোন সিরিয়াল জায়গা পেল? প্রত্যেকবারের মত এবারও কি পরিণীতা প্রথম স্থান দখল করতে পারল? এক নজরে দেখে নিন সেরা দশের সেই তালিকা।
এই সপ্তাহের বেঙ্গল টপার কে?
প্রত্যেকবারের মত এইবারেও বেঙ্গল টপার কিন্তু হয়েছে সেই পরিণীতা। ৭ নম্বর পেয়ে সবার প্রথমে জায়গা পেয়েছে জি বাংলার এই সিরিয়ালটি। বিপরীতে স্টার জলসার পরশুরাম অনেকটাই পিছিয়ে পড়েছে। গত সপ্তাহে পরশুরাম যেভাবে দারুণ টিআরপি তুলে ফেলেছিল তা দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো বা খুব তাড়াতাড়ি পরিণীতাকে টপকে যাবে স্টার জলসার এই সিরিয়াল। কিন্তু সেটা হল না এখনই।
সেরা পাঁচের মধ্যে জায়গা পেল কোন কোন সিরিয়াল?
প্রথম স্থান যেমন পরিণীতা পেল, তেমন দ্বিতীয় স্থানও জি বাংলার দুটি সিরিয়ালের দখলে রইল। ফুলকি এবং জগদ্ধাত্রী, এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। স্টার জলসার এই সিরিয়াল ৬.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে থাকার পাশাপাশি চ্যানেল টপার হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে পরশুরাম। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪। পঞ্চম স্থানে রয়েছে কথা এবং চিরদিনই তুমি যে আমার। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬।
সেরা দশের মধ্যে কোন কোন সিরিয়াল রয়েছে?
সেরা দশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। সপ্তম স্থানে রয়েছে চিরসখা, গীতা এলএলবি এবং কোন গোপনে মন ভেসেছে। এই তিনটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪। অষ্টম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই। এই দুটো সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫। নবম স্থানে রয়েছে মিত্তির বাড়ি। এই সিরিয়াল পেয়েছে ৪.৭ নম্বর। দশম স্থানে রয়েছে দুগ্গামণি ও বাঘ মামা। এই সিরিয়ালটি ৩.৭ নম্বর পেয়েছে।
আরও পড়ুন : বন্ধ রোজগার, মেয়ে দেখে না! চূড়ান্ত অর্থকষ্টে ভুগছেন ‘গীতা এলএলবি’র ব্রজবালা দেবী
আরও পড়ুন : আসছে ইচ্ছাধারী নাগকন্যা! বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল
ননফিকশনের টিআরপি
নন ফিকশন এর মধ্যে ডান্স বাংলা ডান্স পেয়েছে ৩.৮ নম্বর। দিদি নাম্বার ওয়ান এর সানডে এপিসোড ৪.৫ নম্বর পেয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত অবশ্য দিদি নাম্বার ওয়ান পেয়েছিল ১.৩ এবং ১.৯ নম্বর।