বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) তারকাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা তাদের ভাই কিংবা বোনের সফলতা দেখে নিজেরাও মনে মনে অভিনয় জগতে আসার ইচ্ছে পোষণ করেন। বাংলা সিরিয়ালের তারকাদের ভাই-বোনদের মধ্যে অনেকেই পা রেখেছেন ইন্ডাস্ট্রিতে। আজ এই প্রতিবেদনে রইল সিরিয়ালের সেই অভিনেত্রীদের তালিকা, যারা বাস্তব জীবনে হলেন দুই বোন (Sisters)।
বাংলা সিরিয়ালের এই অভিনেত্রীরা বাস্তবে দুই বোন
শ্বেতা ভট্টাচার্য এবং তনুশ্রী ভট্টাচার্য
শ্বেতা এবং তনুশ্রী দুজনেই বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। যমুনা ঢাকি, জরোয়ার ঝুমকো থেকে শুরু করে সোহাগ জল, শ্বেতা এই সিরিয়ালের মাধ্যমে বাংলা সিরিয়ালের নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর তনুশ্রীকে করুণাময়ী রানী রাসমনির পর এখন গৌরী এল সিরিয়ালে মা ঘোমটাকালীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই দুই অভিনেত্রী বাস্তবে দুই বোন।
দেবাদৃতা বসু ও দেবপ্রিয়া বসু
জি বাংলাতে জয়ী সিরিয়ালের হাত ধরে পা রেখেছিলেন দেবাদৃতা। অন্যদিকে তার বোন দেবপ্রিয়াও শিশু শিল্পী হিসেবে শুরু করেন তার কেরিয়ার। সোশ্যাল মিডিয়াতে এই দুই বোনের অনেক জনপ্রিয়তা আছে।
মানসী সেনগুপ্ত এবং রাইমা সেনগুপ্ত
নিম ফুলের মধু সিরিয়ালের খলনায়িকা মৌমিতা ওরফে মানসীও বাংলা সিরিয়ালের খুবই জনপ্রিয় মুখ। এই অভিনেত্রীকে প্রধানত খলনায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যায়। তার বোন রাইমা তোমার খোলা হাওয়া সিরিয়ালের ছোট বউমার ভূমিকাতে অভিনয় করছেন।
অনন্যা গুহ এবং অলকানন্দা গুহ
অনন্যা ও অলকানন্দাও বাস্তবে দুই বোন। দুজনেই বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নি চরিত্র দিয়ে বাংলা সিরিয়ালে পা রাখেন অনন্যা। তার দিদি অলকানন্দাও একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন।
জয়িতা গোস্বামী এবং জাগৃতি গোস্বামী
জাগৃতি এবং জয়িতা, দুজনেই বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। দুজনের চেহারার মধ্যেও অনেক মিল আছে। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই ছবি দেন তারা। নেটিজেনদের মধ্যে দুই বোনের বেশ জনপ্রিয়তা আছে।