আমাদের বাড়ির মা ঠাকুমারা প্রায় সকলেই সন্ধ্যা হলেই টিভি খুলে বসে পড়ে বাংলা ধারাবাহিক দেখতে। আর সেই সব বাংলা ধারাবাহিকে (Bengali Mega Serial Actress) বিভিন্ন নতুন নতুন অভিনেত্রীদের অভিনয় করতে দেখা যায়। কেও এই ধারাবাহিক গুলোতে অভিনয় করে ব্যাপক পরিচয় পায়। কেও আবার একটা ধারাবাহিকে অভিনয় করেই হারিয়ে যায় অভিনয় জগৎ থেকে। আজকে এমন কিছু অভিনেত্রীর কথা বলবো যারা বাংলা ধারাবাহিকের পাশাপাশি টলিউড (Tollywood) -র ওয়েব সিরিজেও দাঁপিয়ে অভিনয় করছেন। চলুন জেনে নিই এই তালিকায় কে কে আছেন।
তৃণা সাহা (Trina Saha) : ‘খোকাবাবু’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পায় তৃণা সাহা। তারপর সে ‘খড়কুটো’, ‘বালিঝড়’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। তবে তার অভিনয় জগতের কেরিয়ার এই বাংলা ধারাবাহিক সীমিত নেই ইতিমধ্যেই সে বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও অভিনয় করে ফেলেছে। ‘গভীর জলের মাছ’, ‘পিলকুঞ্জ’নামের ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।
মানালি দে (Manali Dey) : মানালী দে বর্তমানে টেলিভিশন জগতের এক সুপরিচিত অভিনেত্রী। তিনি নিজের সাবলীল অভিনয় দিয়ে হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছেন। এখন তিনি শুধু ছোট পর্দা নয় বিভিন্ন সিনেমাতেও গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও ‘ইন্দু’, ‘গোরা ২’তে বিভিন্ন ওয়েব সিরিজে তাকে দেখেছেন দর্শকরা।
শোলাঙ্কি রায় (Solanki Roy) : টলিউডে মিষ্টি মেয়ে নামেই পরিচিত শোলাঙ্কি। এর আগে প্রথমা কাদম্বিনী, ইচ্ছেনদী, গাঁটছড়া সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের নিরিখে তার দারুণ জনপ্রিয়তা রয়েছে। সিরিয়ালের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন শোলাঙ্কি। তার অভিনীত ওয়েব সিরিজের মধ্যে অন্যতম হলো ‘মন্টু পাইলট’।
স্বস্তিকা দত্ত (Swastika Dutta) : এই মুহূর্তে সিরিয়াল এবং সিনেমার কাজে সমান ভাবে সমতা রাখছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ভজ গোবিন্দ ধারাবাহিক দিয়ে তার ছোট পর্দায় কাজ শুরু। এরপর কী করে বলবো তোমায়, তোমার খোলা হাওয়ায় ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন। তার সঙ্গে ফাটাফাটি’তে খলনায়িকা হিসাবে নজর কেড়েছেন, আবির-পরম-লহমা’র ‘বিয়ে বিভ্রাট’-এ ছোট চরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন স্বস্তিকা। এছাড়াও ‘উত্তরণ’, ‘গভীর জলের মাছ’ সহ একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
ঊষসী রায় (Ushasi Ray) : ছোট পর্দায় কখনও বকুল কখনও কাদম্বিনী হয়ে দর্শকদের নজর কেড়েছেন ঊষসী রায়। টিআরপির দৌড়ে এঁটে উঠতে না পেরে দ্রুত ‘কাদম্বিনী’ বন্ধ হয়ে যাওয়ার পর এখনও কোনও মেগা ধারাবাহিকে দেখা যায়নি নায়িকাকে। তবে এখন তিনি ওয়েব সিরিজে অভিনয় করার পাশাপাশি বড়ো পর্দাতেও অভিনয় করবেন। ঊষসীও ‘গভীর জলের মাছ’ কুমুদিনী ভবন ইত্যাদি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
আরও পড়ুন : দাঁত কেটে সোজা, ঠোঁট কেটে মোটা! নায়িকাদের লিপ ফিলার্সের খরচে গোটা বিশ্ব ঘোরা যায়
ঈশা সাহা (Ishaa Saha) : ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলে এখন বড় পদ্ধতিতে দাপিয়ে অভিনয় করছেন ইশা সাহা। এই অভিনেত্রী ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল। এরপর ‘প্রজাপতি বিস্কুট’র হাত ধরে টলিউডে পা রাখেন তিনি। তারপর আর অভিনেত্রীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘জাপানি টয়’, ‘ইন্দু’, ‘গোরা’ সহ একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন : বলিউডে যেতেই বেড়েছে দর! এবার এই নায়িকার বিপরীতে অভিনয়ের সুযোগ পেলেন টোটা রায়চৌধুরী