বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) একজন দাপুটে অভিনেত্রী হলেন নবনীতা দে (Nabanita Dey)। এই সুন্দরী অভিনেত্রী পজিটিভ-নেগেটিভ সব চরিত্রেই বাজিমাত করেছেন ক্যামেরার সামনে। ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi) থেকে শুরু করে ‘রাঙা বউ’, কিংবা ‘মেয়ে বেলা’ (Meye Bela), নবনীতাতে মুগ্ধ দর্শকরা। উর্মির কুচুটে মামনি হোক বা ‘রাঙা বউ’য়ের স্নেহময়ী বড় বউ কিংবা ‘মেয়ে বেলা’তে মৌয়ের মাসি, সব চরিত্রেই তিনি সমান সাবলীল।
বাস্তব জীবনেও ভীষণ মজার মানুষ নবনীতা। কিন্তু তার অতীতের সঙ্গে জড়িয়ে আছে যন্ত্রণাময় এক অধ্যায়। তিনি বিয়ে করেছেন রাজা চ্যাটার্জীকে (Raja Chatterjee)। তিনিও বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা। কিন্তু রাজা নবনীতার প্রথম স্বামী নন। রাজার আগেও একবার বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে তার স্বামী মারা যান।
দিদি নাম্বার ওয়ানে এসে নিজের জীবন সম্পর্কে অজানা তথ্য সকলের সামনে তুলে ধরেছিলেন নবনীতা। তিনি জানান, তাকে এবং তার একমাত্র মেয়েকে রেখে খুব কম বয়সেই তার স্বামীর প্রয়াণ ঘটে। ওই সময় তার পাশে কেউ ছিল না। দিদি নাম্বার ওয়ানে এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নবনীতা।
নবনীতা বলেন, “তার শেষকৃত্য সেরে যখন আমরা উঠলাম, দেখলাম আমি আর আমার মেয়ে ছাড়া গঙ্গার ঘাটে আমার শ্বশুরবাড়ির সদস্য আর কেউ নেই। যে এতদিন ধরে যারা এত কথা বলে এসেছে, এত দোষারোপ করে এসেছে। আমি তখন ওকে বললাম তুমি এতদিন কাকে এত কথা বলেছ? শেষ পর্যন্ত তো আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ রইল না।”
তবে নবনীতা ভেঙ্গে পড়েননি। প্রথম বিয়ের এই তিক্ত অভিজ্ঞতা থেকে তাকে বের করে আনেন রাজা। সম্পর্ক শুরু হওয়ার কিছুদিন পর লকডাউনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনেত্রীর মেয়েও তাদের সঙ্গেই থাকে। রাজার কথা বলতে বলতে প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন তিনি। তিনি বলেন রাজা তাকে এবং তার মেয়েকে সবসময় আগলে আগলে রাখেন।
অভিনয়ের পাশাপাশি রাজার নিজস্ব জিম রয়েছে। সেখানেও দায়িত্ব পালন করতে হয় নবনীতাকে। স্বামী এবং সন্তান নিয়ে এখন সুখে দিন গুজরান করছেন নবনীতা। পুরনো কষ্ট ভুলে এখন নতুন সংসারে নতুনভাবেই গুছিয়ে নিয়েছেন সবকিছু। সেই সঙ্গে অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন সমানতালে।