বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) নায়ক-নায়িকাদের মধ্যে অনেকেই অভিনয় ছাড়াও পাশে আরও অন্যান্য পেশা অবলম্বন করছেন। কেউ রেস্টুরেন্ট চালান, কারও জিম রয়েছে, কেউ আবার শাড়ি-গয়নার ব্যবসা করেন। প্রায় দিন বাংলা সিরিয়ালের তারকাদের নতুন কোনও পেশা নেওয়ার খবর শোনা যায়। এই যেমন সম্প্রতি বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী চাঁদনী সাহাকে (Chandni Saha) নিয়েও মিলেছে এরকম একটি সুখবর।
চাঁদনী সাহা বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। বেশ কয়েক বছর ধরে তিনি স্টার জলসা, জি বাংলা এবং কালার্স বাংলার সুপার হিট সিরিয়ালে অভিনয় করেছেন। বিন্দি, কাছে আয় সই, মনসা, বেনে বউ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছেন চাঁদনী। এই সমস্ত সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু এরপর বেশ কিছু সিরিয়ালে তাকে পার্শ্বচরিত্রে দেখা যায়।
কিন্তু পার্শ্বচরিত্রেও সুপারহিট অভিনেত্রী চাঁদনী সাহা নিজের অভিনয় দক্ষতার পরিচয় রেখেছেন বারবার। ‘যমুনা ঢাকি’র গীত হোক বা ‘মাধবীলতা’তে নায়িকার বোন, চাঁদনী সাহা বরাবর তার অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন। নায়িকার পর খলনায়িকা হয়েও তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু ‘মাধবীলতা’র পর নতুন সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে না এখন।
অভিনেত্রী এখন লেখালেখি নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন। লেখিকা হিসেবে এবার তিনি তার প্রথম বই প্রকাশ করলেন। এই বছর বই মেলাতে চাঁদনীর লেখা প্রথম কবিতার বই ‘তিন সত্যি’ প্রকাশিত হয়েছে। অভিনেত্রী যে একজন বিশিষ্ট কবিও সে কথা অনেকেই জানতেন না। জীবনে প্রথম কবিতার বই প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
বই প্রকাশের সংবাদ মাধ্যমের কাছে তিনি মুখ খুলেছিলেন। কলকাতা বইমেলাতে প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই। এদিনের অনুষ্ঠানে তিনি তার লেখা কবিতা পাঠ করেও শুনিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে গিয়ে তিনি বলেছেন অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি কবিতাও লিখতেন। কবিতা লেখাটা ছিল তার অভিনয়ের জার্নির একটা অংশ।
চাঁদনী জানিয়েছেন তিনি অনেক বছর ধরেই লেখালেখি করেন। কিন্তু গত এক-দু বছরে তিনি কিছু বেশিই লেখালেখি করেছেন। শুটিং করতে করতে অনেক সময় কবিতা মনে আসত। তখন তিনি ফোনে লিখে রাখতেন। তারপর তার মনে হল কবিতাগুলোকে এক জায়গায় আনলে ভাল হবে। সেই ভাবনা থেকে তিনি প্রকাশ করলেন তার জীবনের প্রথম কবিতার বই।