আসছে নতুন সিরিয়াল! বহুদিন পর আবার সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী

আসছে আরও এক নতুন সিরিয়াল। বহুদিন পর আবার সিরিয়ালে ফিরবেন জনপ্রিয় অভিনেত্রী। নাম তার বাসবদত্তা চ্যাটার্জী। জি বাংলার কার কাছে কই মনের কথা সিরিয়ালে শেষবার দেখা গিয়েছিল বাসবদত্তাকে। এই সিরিয়ালের হাত ধরেই বহু বছর পর আবার ছোট পর্দায় ফিরেছিলেন তিনি। অবশেষে বাসবদত্তাকে আবার দেখা যাবে নতুন সিরিয়ালে। সৌজন্যে নতুন টেলিভিশন সিরিজ ‘হরি ঘোষের গোয়াল’।

আসছে নতুন সিরিয়াল হরি ঘোষের গোয়াল

কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের হরি ঘোষের গোয়াল এবার আসছে সিরিয়াল হিসেবে। এই টেলিভিশন সিরিজের পরিচালনা করবেন নন্দিনী চট্টোপাধ্যায়। তবে এটা আর পাঁচটা সিরিয়ালের মত দীর্ঘমেয়াদি হবে না। একশ দিনের এই সিরিজ ভরপুর কমেডিতে ভরা। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকছে ঘোষ বাড়ি, সেই বাড়ির কর্তার চরিত্রে অভিনয় করবেন বিশ্বনাথ বসু।

কবে কোন চ্যানেলে দেখা যাবে বাসবদত্তার এই নতুন সিরিয়াল?

তবে বাসবদত্তাকে কেবল একটি দিনের জন্যেই দেখা যাবে এই সিরিজে। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী শুনিয়েছেন সেই সুখবর। তিনি জানিয়েছেন শুধুমাত্র একদিনের জন্যেই দূরদর্শনের পর্দায় দেখা যাবে তাকে। ঠিক রাত সাড়ে আটটার সময়। ১০০ দিনের এই সিরিজের একটি পর্বের অংশ হতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে গোটা টিমের সঙ্গে মিলে শেয়ার করেছেন একটি ছবিও।

আরও পড়ুন : নিম ফুলের মধু ছেড়ে নতুন সিরিয়ালে ‘সৃজন’ রুবেল দাস! নায়িকা কে?

Basabdatta Chatterjee

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং! রাতারাতি বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল

বাসবদত্তার সিরিয়াল

বাসবদত্তাকে স্টার জলসার বয়েই গেল সিরিয়ালে প্রথম দেখেছিলেন দর্শকরা। এই সিরিয়ালে বাসবদত্তার সঙ্গে অভিনয় করেছিলেন রোহিত সামন্ত, মধুবনী ঘোষ, সুরজিত বন্দোপাধ্যায়, পরাণ বন্দোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, চিত্রা সেন, রত্না ঘোষাল সহ আরও অনেকে। এই সিরিয়াল থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও গানের ওপারে, এক মুঠো আকাশ, আমি সেই মেয়ে, মন নিয়ে কাছাকাছি, গোয়েন্দা গিন্নি, তারানাথ তান্ত্রিক, নেতাজী, প্রথমা কাদম্বিনী সহ আরও একাধিক সিরিয়ালে তিনি কাজ করেছিলেন। কাজ করেছেন রক্ত রহস্য, শ্রাবণের ধারা, শহরের উপকথা, তরুলতার ভুতসহ একাধিক সিনেমাতেও।