প্রত্যেকবারের মতো এবারও মাসের শুরুতে প্রকাশিত হলো ব্যাঙ্কের ছুটির দিনের তালিকা। জুলাই মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০২৫ সালের জুলাই মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যেই। তাই এই মাসে যাদের ব্যাঙ্কে যেতে হবে তারা অবশ্যই একবার এই ছুটি তালিকাতে নজর বুলিয়ে নিন। দেখে নিন এক নজরে।
সাপ্তাহিক ছুটি
প্রত্যেক দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহের শনিবার এবং প্রত্যেক সপ্তাহের রবিবারগুলোতে ব্যাঙ্কের দরজা থাকে বন্ধ। সেই হিসেবে ছুটি থাকবে।
- ৬ই জুলাই (রবিবার)
- ১২ই জুলাই (দ্বিতীয় শনিবার)
- ১৩ই জুলাই (রবিবার)
- ২০শে জুলাই (রবিবার)
- ২৬শে জুলাই (চতুর্থ শনিবার)
- ২৭শে জুলাই (রবিবার)
রাজ্যভিত্তিক ছুটির তালিকা
সাপ্তাহিক ছুটি ছাড়াও বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব এবং বিশেষ বিশেষ দিন উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্ক। এই মাসে ছুটি রয়েছে,
- ৩রা জুলাই (বৃহস্পতিবার) : খরচি পূজা উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৫ই জুলাই (শনিবার) : গুরু হরগোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৪ই জুলাই (সোমবার) : বেহ ডেইনখ্লাম উৎসবের জন্য শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৬ই জুলাই (বুধবার) : হরেলা উৎসব উপলক্ষে দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৭ই জুলাই (বৃহস্পতিবার) : ইউ তিরোট সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৯শে জুলাই (শনিবার) : কের পূজা উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৮শে জুলাই (সোমবার) : দ্রুকপা তশে-জি উৎসবের জন্য গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন : UPI এর ৫ টি নতুন নিয়ম, না মানলে বন্ধ হবে Phonepe Google Pay
আরও পড়ুন : মাধ্যমিকের পর কী কী স্কলারশিপ পাওয়া যায়? কোনটায় কত টাকা দেবে?
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও ছুটির দিনগুলোতে ব্যাঙ্কের অনলাইন পরিষেবাগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেমন নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI। টাকা পাঠানো, বিল পেমেন্ট কিংবা অন্যান্য কাজ আটকে থাকবে না । তবে ছুটির দিনগুলোতে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই ছুটির দিন পড়ার আগেই টাকা তুলে রাখুন।