২০২৫ সালের পঞ্চম মাস চলছে। মে মাস জুড়ে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মে মাসের ছুটির দিনের তালিকা প্রকাশ করেছে। দেখা যাচ্ছে মে মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। এখন আপনার যদি এই মাসে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে অন্তত ব্যাঙ্ক ছুটির দিনের তালিকাতে একবার নজর বুলিয়ে রাখুন। রইল মে মাসের ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা।
মে মাসের ব্যাঙ্কের ছুটির দিনের তালিকা
- ১লা মে : শ্রমিক দিবস,
- ৪ঠা মে : রবিবার,
- ৯ই মে : রবীন্দ্র জন্মজয়ন্তী,
- ১০ই মে : দ্বিতীয় শনিবার,
- ১১ই মে : রবিবার,
- ১২ই মে : বুদ্ধ পূর্ণিমা,
- ১৬ই মে : রাজ্য দিবস,
- ১৮ই মে : রবিবার,
- ২৪ শে মে : চতুর্থ শনিবার,
- ২৫ শে মে : রবিবার,
- ২৬ শে মে : কাজী নজরুল ইসলামের জন্মদিন,
- ২৯ শে মে : মহারাণা প্রতাপ জয়ন্তী,
পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক হলি ডে লিস্ট
রিজার্ভ ব্যাঙ্ক সামগ্রিকভাবে একটি ছুটির তালিকা প্রকাশ করে প্রত্যেক মাসের শুরুতে। তবে রাজ্য বিশেষে অবশ্য ছুটির দিনের তালিকায় একটু হের ফের হয়। রাজ্য অনুসারে বিভিন্ন উৎসব অনুসারে ছুটির দিনে হেরফের হয়। শনিবার এবং রবিবার ছাড়াও পশ্চিমবঙ্গের মে মাসে ব্যাঙ্ক ছুটি থাকবে এই কয়েকটি দিনে,
- ১লা মে : শ্রমিক দিবস,
- ৯ই মে : রবীন্দ্র জয়ন্তী,
- ১২ই মে : বুদ্ধ পূর্ণিমা,
আরও পড়ুন : বদলে গেল পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার নিয়ম, আর দাঁড়াতে হবে না লাইনে
আরও পড়ুন : এগিয়ে আসছে শেষ দিন! বিনামূল্যে আধার কার্ডের ঠিকানা বদলান এইভাবে
কাজ চলবে অনলাইনে
তবে ব্যাঙ্ক অফিশিয়ালভাবে বন্ধ থাকলেও গ্রাহকেরা ছুটির দিনগুলোতে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাদের কাজ করতে পারবেন। এখন বেশিরভাগ ব্যাঙ্ক পরিষেবা অনলাইনেও পাওয়া যায়। অতএব ছুটির দিনেও গ্রাহকদের খুব একটা সমস্যায় পড়তে হয় না।