আজ থেকে ২ বছর আগে ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বলিউড থেকে টলিউড, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মেতে ছিলেন এই ভাইরাল হওয়া গানের তালে তালে। কিন্তু সেই জনপ্রিয়তা এখন অতীত। কোন রোজগার পাতি নেই ভুবনের। এবার দৈনদশা থেকে মুক্তি পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার অঞ্জলি অরোরার (Anjali Arora) থেকে সাহায্য চাইলেন বাদাম কাকু। কিন্তু কেন?
২০২১ সালে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভুবন বাদ্যকর একসময় পেয়েছিলেন মুম্বাই থেকে ডাক। তৈরি করেছিলেন ঝা চকচকে দোতলা বাড়ি। খ্যাতি যেন হাতের মুঠোয় এসে গিয়েছিল তার। কিন্তু সে সবকিছুই হারিয়ে যায়, যখন বাদাম কাকুর সরলতার সুযোগ নিয়ে গোপাল নামে এক ব্যক্তি ৩ লাখ টাকার বিনিময়ে কাঁচা বাদাম গানের কপি রাইটে সই করিয়ে নেন। এরপর থেকেই ধীরে ধীরে কমে যায় গানের অনুষ্ঠানের ডাক। তাই এবার জীবনে ঘুরে দাঁড়াতে তিনি আশ্রয় নিতে চান অঞ্জলির, জানালেন বাদাম কাকু নিজেই।
যারা অঞ্জলিকে চেনেন না, তাদের বলি অঞ্জলি হলেন একজন খ্যাতনামা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। কাঁচা বাদাম গানে নাচ করে যারা ভাইরাল হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অঞ্জলি। ২৪ বছর বয়সী এই যুবতী শুধুমাত্র রিলস বানিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। শুধু তাই নয়, তিনি কিনেছেন একটি SUV গাড়িও। অঞ্জলি বহু গানে রিলস বানিয়েছিলেন ঠিকই, কিন্তু তাকে প্রথম জনপ্রিয়তা এনে দিয়েছিল কাঁচা বাদাম গানটি।
আজ তাক বাংলাকে সাক্ষাৎকার দেওয়ার সময় অঞ্জলি প্রসঙ্গে বাদাম কাকু বলেন, “আমি শুনেছি অঞ্জলি নামের একজন আমার গানে রিলস বানিয়ে জনপ্রিয় হয়েছেন। তিনি গাড়ি-বাড়ি অনেক কিছুই তৈরি করেছেন। অথচ আমার অবস্থা দেখুন। আমি ওই মেয়েটির সাহায্য চাই। তিনি আমার গানে রিলস বানিয়েই তো কোটি কোটি টাকা উপার্জন করেছেন। আর আমায় দেখুন, আমি কিছুই করতে পারলাম না। বাড়ি বানাতে যদিও শুরু করেছিলাম শেষ করতে পারিনি।”
বাদাম কাকু আরো বলেন, “এখন আর বাদামও পাওয়া যাচ্ছে না যে বেচবো। আমার এক ছেলে ছোট্ট একটা কাজ করে। তাই নিয়ে কোন রকমে সংসার চালাচ্ছি। অঞ্জলি থেকে আমি সাহায্য চাইছি কারণ যে গানের মাধ্যমে অঞ্জলি জনপ্রিয় হয়েছেন সেই গানটি আমি লিখেছিলাম, সুর দিয়েছিলাম এবং গেয়েছিলাম। আমার এখন এমন অবস্থা যে নিজের গানই গাওয়ার কোন অধিকার নেই। অঞ্জলির জনপ্রিয়তার পেছনে যে গানটি ছিল সেই গানটা তো আমারই গাওয়া। তাই কিছু প্রাপ্য তো আমারও রয়েছে। সেটাই আমি জানাবো ওনাকে।”
আরও পড়ুন : বাদাম কাকুর থেকেও করুণ পরিণতি! দেখুন কী অবস্থায় দিন কাটাচ্ছেন রাণু মন্ডল
আরও পড়ুন : কচি গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে বিয়ে! নতুন বছরে ফের চর্চায় ‘বাদাম কাকু’, তোলপাড় নেটপাড়া
প্রসঙ্গত, বাদাম কাকু এই মুহূর্তে নিজের গান গাইতে পারছেন না ঠিকই কিন্তু টুকটাক মিউজিক ভিডিওতে অভিনয় করার সুযোগ তাকে করে দেওয়া হচ্ছে। গত বছরই “কলেজে পড়তে গিয়ে পড়লাম প্রেমে” নামক একটি গানের ভিডিওতে অভিনয় করতে দেখা যায় বাদাম কাকুকে। শোনা যাচ্ছে, আরো কিছু ভিডিওর জন্য অফার আসছে তার কাছে। তবে তিনি অঞ্জলির কাছে যে সাহায্য চাইছেন, সেই সাহায্য চাওয়া কি আদৌ যথাযথ? অঞ্জলি কি সত্যি বাদাম কাকুকে সাহায্য করবে? সেটা একমাত্র সময় বলতে পারবে।