বলিউড (Bollywood) এর ফিল্মি পরিবারগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল বচ্চন পরিবার (Bachchan family)। একঝাঁক তারকা রয়েছেন এই পরিবারের। যাদের সারা বিশ্বের মানুষ চেনেন। কিন্তু জনপ্রিয় এই পরিবারের সদস্যদের জীবনযাপন সম্পর্কে জানলেও তাদের শিক্ষাগত যোগ্যতা (Educational qualification) নিয়ে অনেকেই জানে না। এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে বচ্চন পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : বলিউডের তারকা অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। ছোটবেলায় তিনি প্রাথমিক পর্যায়ের পড়াশোনা করেছেন নৈনিতালের শেরউড স্কুল থেকে। তারপর দিল্লির কিশোরী লাল কলেজ থেকে নিজের স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন।
অভিষেক বচ্চন (Abhishek Bachchan) : অমিতাভ বচ্চনের পুত্র হলেন অভিষেক বচ্চন তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Hindi film industry) পরিচিত মুখ। মুম্বাইয়ের স্কটিশ স্কুল প্রাথমিক স্তরের শিক্ষাগ্ৰহন করেছেন। তারপর বোস্টন ইউনিভার্সিটি গিয়েছিলেন উচ্চ শিক্ষার জন্য। কিন্তু ডিগ্ৰী শেষ না করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন।
ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) : অভিষেক বচ্চনের স্ত্রী এবং বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। তিনি প্রাথমিক স্তরের শিক্ষাগ্ৰহন করেছিলেন আর্য বিদ্যা মন্দির থেকে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯০ % নম্বর পেয়েছিলেন তিনি। কিন্তু পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও মডেলিং দুনিয়ায় নিজের কেরিয়ার গড়ার জন্য পড়াশোনা ছাড়তে হয়েছিল তাকে। মুম্বাইয়ের ডিজি রূপারেল কলেজে ভর্তি হয়েও পড়াশোনা শেষ করতে পারেননি তিনি।
জয়া বচ্চন (Jaya Bachchan) : বলিউড অভিনেত্রী জয়া বচ্চন হলেন অমিতাভ বচ্চনের স্ত্রী। তিনি বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন। তবে তিনি প্রাথমিক পর্যায়ের শিক্ষাগ্ৰহন করেছিলেন ভোপালের জোসেফ কনভেন্ট স্কুল থেকে, তারপর পুনের এফটিআইআই থেকে স্নাতক স্তরের ডিগ্ৰি অর্জন করেছিলেন তিনি।
শ্বেত নন্দা (Shweta Bachchan-Nanda) : অভিনেতা অমিতাভ বচ্চনের কন্যা হলেন শ্বেতা বচ্চন। তিনি কখনও সিনেমার পর্দায় দেখা যায়নি তাকে। তিনি পড়াশোনা করেছেন সুইজারল্যান্ডের একটি স্কুল থেকে, তারপর বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
আরও পড়ুন : ঐশ্বর্য রাই বচ্চনের সম্পত্তির পরিমাণ অভিষেকের কয়েক গুণ বেশি, টাকার অংকটা চমকে দেবে
নভ্যা নাভেলি নন্দা (Navya Naveli Nanda) : শ্বেতা নন্দার কন্যা হলেন নভ্যা নাভেলি নন্দা। তিনিও মায়ের মতো সিনেমার জগত থেকে দূরে থাকতে বেশি পছন্দ করেন। লন্ডনের সেভেনোকস স্কল থেকে তিনি নিজের প্রাথমিক শিক্ষা নেওয়ার পর ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি গ্ৰহন করেন।
আরও পড়ুন : অমিতাভ বচ্চনের একটি কথা নষ্ট করে দেয় টিভির শক্তিমানের কেরিয়ার