Bachchan Family Educational Qualification : বলিউড ইন্ডাস্ট্রির সেরার সেরা তারকা পরিবারগুলোর মধ্যে অন্যতম হল বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, থেকে ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চনদের অভিনয় গুণের কথা তো সকলেই জানেন। তবে তাদের পড়াশোনার দৌড় কতদূর জানেন? বচ্চন পরিবারে কে কতদূর পড়াশোনা করেছেন? দেখুন এক নজরে।
হরিবংশ রাই বচ্চন
Harivansh Rai Bachchan : ইনি হলেন অমিতাভ বচ্চনের বাবা। এলাহাবাদের কায়স্থ পাঠশালা ও পুর-বিদ্যালয় থেকে বিদ্যালয় স্তরে পড়াশোনা সম্পূর্ণ করেন তিনি। তারপর ইংরেজি ভাষা এবং সাহিত্য নিয়ে উচ্চ শিক্ষা স্তরে পড়াশোনা করেন। তখনকার দিনের এম.এ পাস ছিলেন অমিতাভ বচ্চনের বাবা। লেখালেখির জগতে তার অনেক সুনাম ছিল।
অমিতাভ বচ্চন
Amitabh Bachchan : অনেকেরই ধারণা বলিউডের তারকা যারা পড়াশোনার পাট ঢুকিয়ে দিয়ে তারা গ্ল্যামার দুনিয়াতে প্রবেশ করেন। কিন্তু অমিতাভ বচ্চন তেমন মানুষ নন। অমিতাভ এলাহাবাদ বয়েজ হাই স্কুল এন্ড কলেজ এবং নৈনিতালের শেরউড কলেজে পড়াশোনা করেন। ১৯৬২ সালে তিনি কিরোরিমল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হন।
জয়া বচ্চন
Jaya Bachchan : জয়া বচ্চনও উচ্চ শিক্ষিতা। ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে শিল্পকলায় স্নাতক হন জয়া।
অভিষেক বচ্চন
Abhishek Bachchan : অভিষেক বচ্চন মুম্বাইয়ের বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি সুইজারল্যান্ডে চলে যান এবং সেখানকার আইগলন কলেজ থেকে পাশ করেন। এরপর বোস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হন ব্যবসা নিয়ে পড়াশোনা করবেন বলে।
ঐশ্বর্য রাই বচ্চন
Aishwarya Rai Bachchan : মুম্বাইয়ের আর্য বিদ্যামন্দির হাই স্কুলে পড়াশোনা করেন ঐশ্বর্য। এরপর তিনি জয় হিন্দ কলেজ এবং ডিজি রুপারেল কলেজে ভর্তি হন। রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচার থেকে স্থাপত্যে স্নাতক হওয়ার জন্য ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু মডেলিং শুরু করে দেওয়াতে পড়াশোনা এগোতে পারেননি আর।
শ্বেতা বচ্চন নন্দা
Shweta Bachchan-Nanda : অমিতাভ এবং জয়ার মেয়ে শ্বেতা নতুন দিল্লির মডার্ন স্কুলে পড়াশোনা করেন। এরপর দেরাদুনের একটি নামী স্কুলে ভর্তি হন তিনি। পরবর্তীকালে এমবিএ নিয়ে পড়াশোনা করেন শ্বেতা।
নভ্যা নভেলি নন্দা
Navya Naveli Nanda : অমিতাভ বচ্চনের নাতনি তথা শ্বেতা বচ্চন এবং নিখিল নন্দার মেয়ে নভ্যা নিউ ইয়র্ক সিটির ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। তিনি ডিজিটাল প্রযুক্তি এবং ইউ এক্স ডিজাইনে স্নাতক হয়েছেন।
আরও পড়ুন : মায়ের মত রূপ, অভিনয়ে দাদু অমিতাভকেও টেক্কা দেবে আরাধ্যা! দেখুন ভিডিও
অগস্ত নন্দা
Agastya Nanda : অমিতাভ ও জয়ার নাতনি তথা নিখিল ও শ্বেতার ছেলে অগস্ত লন্ডনের সেভেনোকস স্কুলে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি দাদু-দিদার মত অভিনয় দুনিয়াতে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন : ১২ বছর বয়সে শরীরের বিশেষ অঙ্গের পরিবর্তন! আরাধ্যার চেহারা দেখে অবাক নেটপাড়া
আরাধ্যা বচ্চন
Aaradhya Bachchan : বচ্চন পরিবারের সব থেকে ছোট সদস্যা আরাধ্যা এই মুহূর্তে ভারতের সবথেকে নামী ও দামী ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতিও তার আকর্ষণ রয়েছে। স্কুলের নাটকের অনুষ্ঠানে অংশ নেয় আরাধ্যা।